image

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক ও কভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা

রোববার, ২৩ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট কমাতে এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আগামী ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরের তিনদিন দেশের মহাসড়কে ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআরটিএ চেয়ারম্যান, দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রজ্ঞাপনটির অনুলিপি পাঠানো হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) শীতাংশু শেখর বিশ্বাস জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে শিগগিরই বিআরটিএর পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি