একাত্তরে বাঙালি জাতির ওপর পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল রাতটিকে স্মরণ করতে বাংলাদেশ মঙ্গলবার রাত ১০:৩০ থেকে ১০:৩১ মিনিট পর্যন্ত প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেপিআই ও জরুরি স্থাপনা ছাড়া দেশের সব জায়গায় এক মিনিট আলো নিভিয়ে রাখা হবে।
এ ছাড়া সরকারি-বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দেবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
সেদিন বিশেষ মোনাজাত ও প্রার্থনার মাধ্যমে কালরাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হবে।
অর্থ-বাণিজ্য: ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করল আরএফএল