image
বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পোশাক শ্রমিকদের লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ -সংবাদ

সচিবালয়মুখী শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিপেটা

সংবাদ অনলাইন রিপোর্ট

রোজার ঈদের আগে বকেয়া পরিশোধের দাবিতে সচিবালয় অভিমুখে পোশাক শ্রমিকদের মিছিল পুলিশি বাধায় পণ্ডে হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের মিছিল দেখে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে আন্দোলনকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বকেয়া পরিশোধের দাবিতে তিন দিন ধরে শ্রমভবনের সামনে অবস্থান করছিলেন শ্রমিকরা।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, ‘ব্যারিকেডের দূরে থাকতেই শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে আমাদের তিন সদস্য আহত হয়েছেন। ‘অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তাদের ডিসপাচ করে দিয়েছি, পরে তারা যে যার মতো চলে গেছে।’

তবে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, সেখানে কোনো সংঘর্ষ ঘটেনি। ব্যারিকেডের কাছে যাওয়ার আগেই পুলিশ টিয়ারশেল ছুড়ে এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ‘এরপর শ্রমিকরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিতে আসে। তখন কিছুটা ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে।’ আন্দোলনকারীর কতজন আহত

হয়েছে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আমিই ৭-৮ জনকে হাসপাতালে পাঠিয়েছি। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।’ শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘সচিবালয় সড়কে ঢুকতে চাইলে তাদের নিয়মানুযায়ী বাধা দেয়া হয়। ‘তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।’

‘জাতীয়’ : আরও খবর

» কারান্তরীণ সাবেক মেয়র আতিক ও স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

» হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

» শিক্ষার্থীদের জনকল্যাণে অবদান রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার

» এবারের নির্বাচন ‘লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার’: ইসি সানাউল্লাহ

» সাবেক ভূমি মন্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ২৭ হাজার, আগ্নেয়াস্ত্র উদ্ধার ২৬৮

» ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

» মনোনয়নপত্র বাতিল: ইসিতে আপিলের আরও ১৩১ আবেদন

সম্প্রতি