image

’৭১ এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশ: আসিফ মাহমুদ

বুধবার, ২৬ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘একাত্তর এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা চব্বিশে একটি স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ, এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটিকে নষ্ট করে দিয়ে গেছে।’

তিনি বুধবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না পর্যন্ত মনে করবেন তিনি স্বাধীন, তার বাকস্বাধীনতা আছে, ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখন্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি, ২০২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।’

২০২৪ সাল আবারও একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘সেই লড়াইয়ের অন্যতম একটি ধাপ হচ্ছে চব্বিশ। বাংলাদেশের এই স্বাধীনতা অক্ষুণ্য থাকবে। স্বাধীন ভূখন্ডে আর কখনোই কেউ পরাধীনতা বোধ করবে না।’

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি