image

দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে : প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বাধীন সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে।"

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তার ভেরিফায়েড ফেইসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তন আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চার দিনের সরকারি সফরে বুধবার (২৬ মার্চ) চীনে পৌঁছান মুহাম্মদ ইউনূস। আগামীকাল (২৮ মার্চ) বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এ সফরে তিনি বোয়াও ফোরামের পাশাপাশি বিশ্বখ্যাত ও চীনের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গেও বৈঠক করবেন। সফর শেষে ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি