image

শ্রমিকের বেতনের টাকা নিয়ে গড়িমসি, প্রিমিয়ার ব্যাংককে হুঁশিয়ারি

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

শ্রমিকদের বেতন পরিশোধ না করে প্রণোদনার অর্থ ‘ঋণ সমন্বয়’-এর অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “প্রিমিয়ার ব্যাংকের এমডিকে বলছি, আপনি টাকাটা রিলিজ করুন। বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা দেওয়া হয়েছে। এটি শ্রমিকের টাকা, লোন অ্যাডজাস্ট করার কোনো সুযোগ নেই। যদি না দেন, তাহলে ব্যাংক, ব্রাঞ্চ ও এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঈদের আগে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো নামে একটি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনার অর্থ ছাড় করার ব্যবস্থা করেছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে প্রিমিয়ার ব্যাংক সেই টাকা না দেওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, “প্রিমিয়ার ব্যাংক যদি টাকা না দেয়, তবে ধরে নেব তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কাজ করছে।”

তিনি আরও জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ পাঁচটি কারখানার সমস্যা সমাধান করা হয়েছে। যেসব মালিক বেতন না দেওয়ায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন, তারা বেতন পরিশোধের প্রমাণ দিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এদিকে, রোয়ার ফ্যাশন নামে একটি কারখানার মালিক পলাতক থাকায় শ্রমিকদের বেতন পরিশোধের জন্য শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে এক কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কারখানাটির মালিক আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি সাইফুজ্জামান শেখর। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশনা দিয়েছেন শ্রম উপদেষ্টা।

টিএনজেড গ্রুপের মালিক অসুস্থ থাকায় শ্রমিকদের বেতন পরিশোধে গাড়ি বিক্রি করেছেন বলে জানান উপদেষ্টা। এছাড়া, মাহমুদ গ্রুপের দুটি কারখানার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্টাইলক্রাফট ও ইয়াং ওয়ান লিমিটেডের সমস্যারও সমাধান হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

» ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

» কারাগারে বসেই ভোট: ব্যালটে থাকবে না প্রার্থীর নাম, ডাকযোগে পৌঁছাবে ইসিতে

» হাদি হত্যা: যে রিকশায় গুলিবিদ্ধ হন সেই চালকের জবানবন্দি রেকর্ড

» ডেঙ্গু: আরও ৭১ জন হাসপাতালে ভর্তি

» টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

» পোস্টাল ভোট: ৭ লাখ ৩৯ হাজার নিবন্ধন

সম্প্রতি