ঈদ ঘিরে ৯ দিনের ছুটি শুরু শুক্রবার ‘ছুটির মধ্যেও প্রয়োজনীয় বৈঠক’ করবেন অর্থ উপদেষ্টা ঢাকায় অবস্থানরত বা বাড়ি যাওয়া সবাই নিরাপদে থাকবেন স্বরাষ্ট্র সচিব
নৌপথে ঈদযাত্রায় বৃহস্পতিবার লঞ্চ টার্মিনালে ছিল উপচেপড়া ভিড় -সংবাদ
ঈদুল ফিতর ঘিরে টানা ৯ দিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার। আগের দিন বৃস্পতিবার ছিল শেষ কর্মদিবস। এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকারি কর্মীদের মধ্যেও দেখা গেছে- বাড়ি ফেরার প্রস্তুতি। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট। সড়কে ভোগান্তি পোহাতে হয় চাকরিজীবীদের।
গাড়ির রাখার জায়গাগুলোতে বৃহস্পতিবার দুপুরে যানবাহন ছিল অন্য দিনের তুলনায় কম। সেবাপ্রত্যাশীদের আনাগোনাও কম দেখা গেছে। অধিকাংশ বিভাগ ও দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা এলেও অনেককেই কর্মব্যস্ত দেখা যায়নি। কেউ কেউ কিছুক্ষণ বসে পরে চলে গেছেন। আবার অনেকে সহকর্মীদের সঙ্গে শেষ মুহূর্তে সাক্ষাতের জন্য বিভিন্ন কক্ষে গেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি, খাদ্য এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। এরপর সরকারি ও বেসরকারি অফিস ছুটি হলে সড়কে যানজট আরও তীব্র হয়। খিলগাঁও, দৈনিক বাংলা মোড়, মালিবাগ, রামপুরা, বাড্ডা তেঁজগাও, শাহবাগ, ফার্মগেট, বাংলামোটর, বিজয় সরণি, গুলশান, সায়েন্সল্যাব, গুলিস্তান, পল্টন, জিগাতলা, মহাখালী, নিকেতন এলাকায় তীব্র যানজট দেখা যায়।
‘ছুটির মধ্যেও প্রয়োজনীয় বৈঠক চলবে’:
দীর্ঘ ছুটিতেও অর্থনীতির চাকা সচল থাকবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, প্রয়োজন হলে ছুটির মধ্যেও তারা বৈঠক করবেন।
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
এবার ঈদে দীর্ঘ ছুটি, এতে অর্থনীতিতে স্থবিরতা দেখা দিতে পারে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘না, না, অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। সবকিছু সচল থাকবে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য আমরা ঢাকায় থাকব। দরকার হলে বন্ধের মধ্যে আমরা মিটিং করব। এটা আমাদের মধ্যে কথা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ছুটিতে যদি যাইও দেশে থাকলে তো সমস্যা নেই, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে মিটিং করব। এগুলো কোনো সমস্যা হবে না। কোনো স্থবিরতা তৈরি হবে না।’
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদুল ফিতর হবে। এবার ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। দুদিনের ছুটির পরদিন রোববার নির্বাহী আদেশে ছুটি। ঈদের পরে ১, ২ ও ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি থাকছে। পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল সপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনে পাচ্ছেন সরকারি কর্মীরা।
তার আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার যারা ছুটি মেলাতে পেরেছেন তারা টানা ১১ দিন ছুটি ভোগ করতে পারবেন; কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি ছিল।
ঢাকায় অবস্থান করা বা বাড়ি যাওয়া-সবাই নিরাপদে থাকবেন:
এবারের ঈদে ঢাকায় অবস্থান করা কিংবা বাড়ি যাওয়ার ক্ষেত্রে সবাই নিরাপদে থাকবেন বলে আশা করছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার ক্রয় কমিটির বৈঠক শেষে সার্বিক নিরাপত্তা নিয়ে তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ঈদের ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে সচিব বলেন, ‘যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন। যাতায়াত করতে পারবেন। যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন।’
কোনো সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরামর্শ দিয়েছেন নাসিমুল গনি। এই নম্বরে ফোন করে কাজ হয় কিনা সেটি তিনি নিজেও পরখ করে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কী হয়, তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এবং পুলিশ সঙ্গে সঙ্গে যায়।’
ঈদে মানুষকে স্বস্তি দিতে পুলিশ ঈদের ছুটি ভোগ করেন না জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘পুলিশের ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন। বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবেন, তাদের যাত্রাটা সুবিধাজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আশা করছি অনাকাক্সিক্ষত কোন ঘটনা ঘটবে না।’
পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে। ২০২৪ সালের আগে এই দেশে আর কোনো দিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।’
ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘আল্লাহ আমাদের দেশকে অনেক রকমের বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাল্লাহ আমরা নিরাপদে থাকব।’
ঈদ ঘিরে ৯ দিনের ছুটি শুরু শুক্রবার ‘ছুটির মধ্যেও প্রয়োজনীয় বৈঠক’ করবেন অর্থ উপদেষ্টা ঢাকায় অবস্থানরত বা বাড়ি যাওয়া সবাই নিরাপদে থাকবেন স্বরাষ্ট্র সচিব
নৌপথে ঈদযাত্রায় বৃহস্পতিবার লঞ্চ টার্মিনালে ছিল উপচেপড়া ভিড় -সংবাদ
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
ঈদুল ফিতর ঘিরে টানা ৯ দিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার। আগের দিন বৃস্পতিবার ছিল শেষ কর্মদিবস। এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকারি কর্মীদের মধ্যেও দেখা গেছে- বাড়ি ফেরার প্রস্তুতি। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট। সড়কে ভোগান্তি পোহাতে হয় চাকরিজীবীদের।
গাড়ির রাখার জায়গাগুলোতে বৃহস্পতিবার দুপুরে যানবাহন ছিল অন্য দিনের তুলনায় কম। সেবাপ্রত্যাশীদের আনাগোনাও কম দেখা গেছে। অধিকাংশ বিভাগ ও দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা এলেও অনেককেই কর্মব্যস্ত দেখা যায়নি। কেউ কেউ কিছুক্ষণ বসে পরে চলে গেছেন। আবার অনেকে সহকর্মীদের সঙ্গে শেষ মুহূর্তে সাক্ষাতের জন্য বিভিন্ন কক্ষে গেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি, খাদ্য এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। এরপর সরকারি ও বেসরকারি অফিস ছুটি হলে সড়কে যানজট আরও তীব্র হয়। খিলগাঁও, দৈনিক বাংলা মোড়, মালিবাগ, রামপুরা, বাড্ডা তেঁজগাও, শাহবাগ, ফার্মগেট, বাংলামোটর, বিজয় সরণি, গুলশান, সায়েন্সল্যাব, গুলিস্তান, পল্টন, জিগাতলা, মহাখালী, নিকেতন এলাকায় তীব্র যানজট দেখা যায়।
‘ছুটির মধ্যেও প্রয়োজনীয় বৈঠক চলবে’:
দীর্ঘ ছুটিতেও অর্থনীতির চাকা সচল থাকবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, প্রয়োজন হলে ছুটির মধ্যেও তারা বৈঠক করবেন।
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
এবার ঈদে দীর্ঘ ছুটি, এতে অর্থনীতিতে স্থবিরতা দেখা দিতে পারে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘না, না, অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। সবকিছু সচল থাকবে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য আমরা ঢাকায় থাকব। দরকার হলে বন্ধের মধ্যে আমরা মিটিং করব। এটা আমাদের মধ্যে কথা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ছুটিতে যদি যাইও দেশে থাকলে তো সমস্যা নেই, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে মিটিং করব। এগুলো কোনো সমস্যা হবে না। কোনো স্থবিরতা তৈরি হবে না।’
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদুল ফিতর হবে। এবার ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। দুদিনের ছুটির পরদিন রোববার নির্বাহী আদেশে ছুটি। ঈদের পরে ১, ২ ও ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি থাকছে। পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল সপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনে পাচ্ছেন সরকারি কর্মীরা।
তার আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার যারা ছুটি মেলাতে পেরেছেন তারা টানা ১১ দিন ছুটি ভোগ করতে পারবেন; কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি ছিল।
ঢাকায় অবস্থান করা বা বাড়ি যাওয়া-সবাই নিরাপদে থাকবেন:
এবারের ঈদে ঢাকায় অবস্থান করা কিংবা বাড়ি যাওয়ার ক্ষেত্রে সবাই নিরাপদে থাকবেন বলে আশা করছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার ক্রয় কমিটির বৈঠক শেষে সার্বিক নিরাপত্তা নিয়ে তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ঈদের ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে সচিব বলেন, ‘যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন। যাতায়াত করতে পারবেন। যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন।’
কোনো সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরামর্শ দিয়েছেন নাসিমুল গনি। এই নম্বরে ফোন করে কাজ হয় কিনা সেটি তিনি নিজেও পরখ করে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কী হয়, তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এবং পুলিশ সঙ্গে সঙ্গে যায়।’
ঈদে মানুষকে স্বস্তি দিতে পুলিশ ঈদের ছুটি ভোগ করেন না জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘পুলিশের ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন। বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবেন, তাদের যাত্রাটা সুবিধাজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আশা করছি অনাকাক্সিক্ষত কোন ঘটনা ঘটবে না।’
পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে। ২০২৪ সালের আগে এই দেশে আর কোনো দিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।’
ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘আল্লাহ আমাদের দেশকে অনেক রকমের বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাল্লাহ আমরা নিরাপদে থাকব।’