বাংলাদেশে অন্তবর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকা নিয়ে নিজে ‘কিছু বলেননি’ বলে দাবী করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কয়েকদিন আগে জাহাঙ্গীর আলম বলেছিলেন, ‘রাস্তায় মানুষ বলছে, আপনারা (অন্তর্বর্তী সরকার) আরও পাঁচ বছর থাকেন।’
সাংবাদিকরা তার বহুল আলোচিত ওই মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো বলি নাই। জনগণ বলছে। আমি তো কিছুই বলি নাই।’
‘সরকার তো বলেই দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন। আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না,’ বলেন অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা।
গত ১০ই এপ্রিল সুনামগঞ্জ সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন, ‘সাধারণ মানুষের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে... ওই রাস্তা থেকে আমারে বলতেছিল, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’
গত শনিবার অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার মন্তব্য করেন, ‘আমরা অনির্বাচিত এই কথা কে বলল। আমাদেরকে তো এ ছাত্ররা, জনতা—যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজেই আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা, সেটা মেটানো।’
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশে অন্তবর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকা নিয়ে নিজে ‘কিছু বলেননি’ বলে দাবী করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কয়েকদিন আগে জাহাঙ্গীর আলম বলেছিলেন, ‘রাস্তায় মানুষ বলছে, আপনারা (অন্তর্বর্তী সরকার) আরও পাঁচ বছর থাকেন।’
সাংবাদিকরা তার বহুল আলোচিত ওই মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো বলি নাই। জনগণ বলছে। আমি তো কিছুই বলি নাই।’
‘সরকার তো বলেই দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন। আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না,’ বলেন অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা।
গত ১০ই এপ্রিল সুনামগঞ্জ সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন, ‘সাধারণ মানুষের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে... ওই রাস্তা থেকে আমারে বলতেছিল, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’
গত শনিবার অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার মন্তব্য করেন, ‘আমরা অনির্বাচিত এই কথা কে বলল। আমাদেরকে তো এ ছাত্ররা, জনতা—যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজেই আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা, সেটা মেটানো।’