image

নারী অধিকার ও সমতার সুপারিশসহ প্রতিবেদন জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন

সংবাদ অনলাইন রিপোর্ট

ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্র সংস্কারে দ্বিতীয় ধাপে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদনটি তুলে দেন কমিশনের সদস্যরা।

কমিশন সংবিধান, আইন ও নারীর অধিকার ইস্যুতে সুপারিশ করেছে। সমতা ও সুরক্ষার ভিত্তি জোরালো করাসহ নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও জাতীয় সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর কথাও বলা হয়েছে।

১৮ নভেম্বর ‘নারীপক্ষ’র প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হককে প্রধান করে কমিশন গঠন করা হয়। কমিশন ৪৩টি বৈঠক ও ৩৯টি পরামর্শ সভা করে। ঢাকাসহ বিভিন্ন জেলায় সভাগুলো অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বিকেন্দ্রীকরণ, নারী ও শিশুর সুরক্ষা, প্রশাসনে নারীর অংশগ্রহণ, শিক্ষা ও প্রযুক্তিতে ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক অংশগ্রহণ, নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন ও পরবর্তী নির্বাচিত সরকারের জন্য পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গণমাধ্যম ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে। বাকি রয়েছে স্বাস্থ্য ও শ্রম কমিশনের প্রতিবেদন।

‘জাতীয়’ : আরও খবর

» বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট

» উচ্চ আদালতের রায় উপেক্ষা, কয়লা ক্রয়ে নানা আয়োজন আরএনপিএলের

» সংস্কার নিয়ে ‘একটি দলের আওয়াজ’ বন্ধ হয়ে গেছে: আসিফ মাহমুদ

» জুলাই আন্দোলন: পৃথক দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

» জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

» ট্রাইব্যুনাল: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

সম্প্রতি