image
রাজধানীর সড়ক থেকে দিন দুপুরে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার এই ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হয়েছে

উত্তরায় প্রকাশ্যে গাড়িতে তুলে নেয়ার ভিডিও ফেইসবুকে, দিশা ‘পাচ্ছে না’ পুলিশ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর সড়ক থেকে দিনের বেলা এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে ওই ভিডিও পোস্ট করেন নোমান আহমেদ নাফিজ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভর্তিচ্ছু।

নাফিজের ভাষ্য, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়কে ওই ঘটনা ঘটে। সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে জবরদস্তি করে প্রাইভেট কারে তোলেন তিন ব্যক্তি। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন ওই ব্যক্তিরা। এরপর গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত সটকে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরা এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে তুলছেন দুই ব্যক্তি। তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিও যোগ দেয়। এরপর তারা ধাক্কা দিয়ে মাস্ক পরিহিত ব্যক্তিকে গাড়িতে তুলে ফেলেন।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘আমরা ভিডিওটি পেয়েছি। কবেকার ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। আমার বিভাগের সব অফিসারকে এ ব্যাপারে খোঁজ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

পুলিশ কর্মকর্তা মহিদুল দাবি করেন, এখন পর্যন্ত তারা এ সংক্রান্ত কোনো অভিযোগ পাননি। তবে নাফিজ শনিবার, (১৯ এপ্রিল) বলেন, তিনি মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে আজমপুর থানায় গেলেও পুলিশের সহায়তা পাননি। ‘পুলিশ আমার কাছ থেকে ঘটনা শুনে নাম ও মোবাইল নম্বর টুকে নেয়। আর ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠালেও এখনও তারা সিন করেনি। পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে আবার থানায় যাব।’

এক প্রশ্নের উত্তরে নাফিজ বলেন, আশপাশের লোকজনের মতো তিনিও ভুক্তভোগীকে উদ্ধারে এগিয়ে যান। কিন্তু দুষ্কৃতকারীরা লোকজনকে মারধর শুরু করে। তখন তিনি গোপনে ঘটনার ভিডিও করেছেন। তবে সেই সময় গাড়ির নম্বর ধারণ

করতে পারেননি। পরে সিসি ক্যামেরার ভিডিও থেকে গাড়ির নম্বর সংগ্রহ করেছেন।

ঘটনাস্থলটি পড়েছে উত্তরা পূর্ব থানা এলাকায়। যোগাযোগ করা হলে এ থানার ওসি শামীম আহমেদ বলেন, ‘তারা সাদা পোশাকে কোনো অভিযান পরিচালনা করেনি, কাউকে গ্রেপ্তারও করেনি। আমাদের অভিযান সব সময় পোশাক পরিহিত পুলিশ সদস্যরাই করে থাকেন।’ প্রায় ১৬ ঘণ্টা আগে পোস্ট করা এই ভিডিওতে ১৯৩ জন কমেন্ট পড়েছে এবং ৯৬১টি শেয়ার হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি