সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনকে তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মোশাররফ শরীয়তপুরের গোঁসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। গত বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোশাররফ হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে ২০১৫ সালের এপ্রিলে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে। শুক্রবার আদালত তাকে তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
২০১৫ সালের ২০ এপ্রিল কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহর হামলার মুখে পড়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ২২ আগস্ট এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল।
খালেদা জিয়া সিটি নির্বাচনের প্রচারে নামার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান রেখেছিলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই যাবেন, সেখানেই যেন তাকে নাশকতার জন্য প্রশ্ন করা হয়। ওই বক্তব্য খালেদা জিয়ার ওপর ‘হামলায় উসকানি’ ছিল বলে বিএনপি অভিযোগ করলেও শেখ হাসিনা ওই হামলার ঘটনাকে বিএনপি চেয়ারপারসনের ‘নাটক’ আখ্যা দিয়েছিলেন।
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনকে তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মোশাররফ শরীয়তপুরের গোঁসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। গত বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোশাররফ হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে ২০১৫ সালের এপ্রিলে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে। শুক্রবার আদালত তাকে তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
২০১৫ সালের ২০ এপ্রিল কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহর হামলার মুখে পড়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ২২ আগস্ট এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল।
খালেদা জিয়া সিটি নির্বাচনের প্রচারে নামার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান রেখেছিলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই যাবেন, সেখানেই যেন তাকে নাশকতার জন্য প্রশ্ন করা হয়। ওই বক্তব্য খালেদা জিয়ার ওপর ‘হামলায় উসকানি’ ছিল বলে বিএনপি অভিযোগ করলেও শেখ হাসিনা ওই হামলার ঘটনাকে বিএনপি চেয়ারপারসনের ‘নাটক’ আখ্যা দিয়েছিলেন।