ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, আটক চালক ও ড্রাম ট্রাক

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :

গাজীপুরের টঙ্গীতে ড্রাম ট্রাকের ধাক্কায় আলমগীর (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

সোমবার, (২১ এপ্রিল) সকালে টঙ্গী-কামারপাড়া আঞ্চলিক সড়কের পানির টাংকির সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত আলমগীর পিরোজপুর জেলার নাজিরহাট থানার গাওখালী ইউনিয়নের খলনী গ্রামের বাসিন্দা। তিনি উত্তরার আজমপুর কাঁচা বাজার রেলগেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেতেন। তিনি পণ্যবাহী পরিবহনের লোড- আনলোডের শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা যায়, সোমবার ভোরে টঙ্গী স্টেশন রোড কামারপাড়া আঞ্চলিক সড়কের পানির টাংকি এলাকায় কাঠ বোঝাই একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক। এতে আলমগীর কাঠ বোঝাই ট্রাক থেকে ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা ঘাতক ড্রাম ট্রাক ও তার ড্রাইভারকে আটক করে করেন এবং আহত আলমগীরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» খেলাফতের মামুনুলকে কারণ দর্শানোর নোটিশ ইসির

» জুলাই সনদের প্রতিটি অক্ষর ১৪শ’ মানুষের রক্তে লেখা: আলী রীয়াজ

» শিপিং করপোরেশনের ‘মুনাফা ৩০৬ কোটি টাকা’, লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

» বাহরাইনে ‘পোস্টাল ব্যালট বিতরণ’ করার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

» বাংলাদেশে আগমনী বা অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

» বিগত ৩ নির্বাচনে আ’লীগকে জয়ী করতে গোয়েন্দা সংস্থার অনেকে ‘স্বপ্রণোদিত’ ছিলেন: প্রতিবেদন

সম্প্রতি