গাজীপুরের টঙ্গীতে ড্রাম ট্রাকের ধাক্কায় আলমগীর (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার, (২১ এপ্রিল) সকালে টঙ্গী-কামারপাড়া আঞ্চলিক সড়কের পানির টাংকির সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত আলমগীর পিরোজপুর জেলার নাজিরহাট থানার গাওখালী ইউনিয়নের খলনী গ্রামের বাসিন্দা। তিনি উত্তরার আজমপুর কাঁচা বাজার রেলগেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেতেন। তিনি পণ্যবাহী পরিবহনের লোড- আনলোডের শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা যায়, সোমবার ভোরে টঙ্গী স্টেশন রোড কামারপাড়া আঞ্চলিক সড়কের পানির টাংকি এলাকায় কাঠ বোঝাই একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক। এতে আলমগীর কাঠ বোঝাই ট্রাক থেকে ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা ঘাতক ড্রাম ট্রাক ও তার ড্রাইভারকে আটক করে করেন এবং আহত আলমগীরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তর্জাতিক: ভারতে বড়দিন উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা
অর্থ-বাণিজ্য: অক্টোবরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে
অর্থ-বাণিজ্য: নন-লাইফ বিমা কোম্পানিগুলো এজেন্ট কমিশন দিতে পারবে না
অর্থ-বাণিজ্য: সবুজ কারখানায় রেকর্ড, সবচেয়ে বেশি বাংলাদেশে