সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

অপহরণের আট দিন পর মুক্তি পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

image

অপহরণের আট দিন পর মুক্তি পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

খাগড়াছড়ি থেকে অপহরণের আট দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তির খবর নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার,(২৪ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি নিপুণ ত্রিপুরাও সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা এবং তার চার বন্ধু চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরাকে ধাপে ধাপে মুক্তি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৬টায় বর্ষবরণের বিঝু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী ও একজন গাড়িচালককে অপহরণ করা হয়। পরে গাড়িচালককে ছেড়ে দেয়া হয়।

এই ঘটনার জন্য পিসিপির সন্তু লালমার সমর্থক অংশ ইউপিডিএফকে দায়ী করলেও, প্রসীত খিসার নেতৃত্বাধীন অংশ তা অস্বীকার করে।

শিক্ষার্থীদের মুক্তির দাবিতে পার্বত্য তিন জেলায় চলছিল বিক্ষোভ। নয় দিন পর এসে তাদের মুক্তির তথ্য পাওয়া গেল।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘আমরা বৃহস্পতিবার (বুধবার) থেকেই কিছু তথ্য পাচ্ছিলাম। আজ (বৃহস্পতিবার) পিসিপি তাদের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করায় আমরা এখন পুরোপুরি নিশ্চিত হয়েছি।’

পিসিপির সভাপতি নিপুণ ত্রিপুরা বলেন, ‘অপহরণকারীরা ব্যাপক জনরোষের মুখে পড়ে কয়েক দফায় শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত হয়েছি। তারা কোথায় ও কী অবস্থায় আছে, তা এখনও জানা যায়নি। তবে মুক্তি পেয়েছে এটা নিশ্চিত।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিব্যি চাকমার মা ভারতীয় দেওয়ান বলেন, ‘আমরা মেয়েকে ফিরে পেয়েছি। তবে কবে বা কোথায় তাকে ছেড়ে দেয়া হয়েছে, তা বলতে পারি না। দিব্যিও জায়গার নাম বলতে পারছে না। সে এখন বাড়িতে আছে,

অন্যদের বিষয়ে বলতে পারবো না।’

পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিবৃতিতে বলা হয়, ‘অপহৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্র সংগঠনসমূহ আন্দোলন গড়ে তোলে। অবশেষে ব্যাপক জনরোষের মুখে অপহরণকারীরা কয়েক দফায় তাদের মুক্তি দিয়েছে।’

‘এই ঘটনায় যারা সোচ্চার ছিলেন, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে পিসিপি।’

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা