সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিসিএস জট কমাতে রোডম্যাপ, ক্যাডার বাছাইয়ে আসছে নতুন পদ্ধতি: পিএসসি চেয়ারম্যান

image

বিসিএস জট কমাতে রোডম্যাপ, ক্যাডার বাছাইয়ে আসছে নতুন পদ্ধতি: পিএসসি চেয়ারম্যান

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারি চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান মাধ্যম বিসিএসের দীর্ঘসূত্রিতা ও জট নিরসনে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, এক থেকে দেড় বছরের মধ্যে বিসিএস কার্যক্রমে তৈরি হওয়া জট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পিএসসির সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এ সময় পিএসসির সদস্যরাও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, বর্তমানে চলমান ৪৪তম থেকে ৪৭তম বিসিএসের কার্যক্রমে জট কমিয়ে আনার জন্য নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “৪৭তম বিসিএসের কার্যক্রম এক বছরের মধ্যে শেষ করার রোডম্যাপ তৈরি হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”

সংস্কারের অংশ হিসেবে ক্যাডার বাছাইয়ে নতুন নিয়ম চালুর কথাও জানান পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, “এখন পর্যন্ত প্রার্থীরা চূড়ান্ত ফল প্রকাশের সময় ক্যাডার চয়েস দিতে পারেন। তবে ভাইভার আগে ক্যাডার পরিবর্তনের সুযোগ দেওয়া হলে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ৪৭তম বিসিএস থেকেই এই ব্যবস্থা কার্যকর করা হবে।”

ব্রিফিংয়ে জানানো হয়, প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণে আরও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আগের মতো বাইরে থেকে প্রশ্ন এনে জমা দেওয়া নয়, বরং পিএসসি অফিসেই প্রশ্ন প্রণয়ন সম্পন্ন করা হচ্ছে। বিজিপ্রেসে আর বিসিএস প্রশ্ন ছাপা হবে না। এর পরিবর্তে আরও নিরাপদ প্রেসে প্রশ্ন ছাপানো হবে।

২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রণীত সব প্রশ্ন ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।

পরীক্ষা কেন্দ্রে কমিউনিটিভিত্তিক পরিদর্শন ব্যবস্থা চালুর পাশাপাশি পরীক্ষার্থীদের আঙুলের ছাপ সংগ্রহ করে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘পরবর্তী প্রজন্মের’ উত্তরপত্র তৈরির কথাও জানানো হয়, যা প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে সহায়ক হবে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, “সিআইডি তদন্ত করছে। যারা অবৈধ সুবিধা নিয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সামগ্রিকভাবে ফলাফল বাতিল করলে নির্দোষ প্রার্থীদের ক্ষতি হয়ে যেত, যা পূরণযোগ্য নয়।”

৪৮তম বিসিএস যদি বিশেষ বিসিএস হয়, তাহলে সাধারণ বিসিএস হিসেবে ৪৯তম থেকেই নতুন সিলেবাস চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মুজমদার। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সার্ভিস সিলেবাস বিশ্লেষণ করে গবেষণা চলছে।”

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান