পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতার থেকে ভ্যাটিকান সিটির উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) তিনি কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে রওনা দেন।
কাতারের প্রটোকলপ্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রোমে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। সেখানকার লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকানে নিযুক্ত রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসকে স্বাগত জানাবেন।
রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর, স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, কার্ডিনাল মাউরো গাম্বেত্তি আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূস ও বাংলাদেশ প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানাবেন।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিতব্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন অধ্যাপক ইউনূস।
রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা