সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার, (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত রিমান্ডের আদেশ দেয়। আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

এদিন মেহরাজকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন। মেহরাজের পক্ষে তার আইনজীবী এম এ মালেক তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘এ ঘটনায় কয়েকজন আসামি রিমান্ডে আছেন। দুইজন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে জানিয়েছেন, এ ঘটনা কারা ঘটিয়েছে। মেহরাজ হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন না।

‘ঘটনার ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়নি। অন্য আসামি তার বন্ধু হওয়ায় তাকে অনুমানের ভিত্তিতে এ মামলায় জড়ানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে

জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দিতে পারেন।’ শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

শুনানিকালে আদালতে কান্নাকাটি করেন মেহরাজ। তবে কোনো কথা বলেননি। আদালতে ওঠানো ও নামানোর সময়ও তাকে কাঁদতে দেখা যায়। এজাহারে আসামির তালিকায় মেহরাজের নাম ১ নম্বরে রয়েছে। গত বুধবার রাতে গাইবান্ধায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। এর আগে এ মামলায় মাহাথির হাসান ও আল কামাল শেখ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী আছেন রিমান্ডে।

গত ১৯ এপ্রিল বিকালে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। ২৪ বছর বয়সী পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। ঘটনার পরের দিন বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া নাম না দিয়ে আসামি করা হয় আরও ২৫-৩০ জনকে।

এজাহারে বলা হয়েছে, ‘মেহরাজ ইসলাম তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পারভেজের মৃত্যু নিশ্চিত করার উদ্দেশে তার বুকের বাম পাশে সজোরে আঘাত করেন।’ ঘটনার পরের দিন এক সংবাদ সম্মেলনে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে ছাত্রদল। তারা এ হত্যাকা-ের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানীর কয়েক নেতার জড়িত থাকার অভিযোগ তোলে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের ফেইসবুক পেইজে ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করে বলে, এ ঘটনায় তাদের নেতারা জড়িত নন, ছাত্রদল মিথ্যাচার করছে।

‘জাতীয়’ : আরও খবর

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ