রাজধানীতে পৃথক অভিযানে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার, (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকা থেকে আবেদ আলী শেখকে এবং রাত ৯টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর বনানী এলাকায় অভিযানে জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেপ্তার জাকির সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছেন। এছাড়া তিনি ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি।
তিনি আরও বলেন, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযানে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একইদিন রাজধানীতে অভিযানে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক টিম। তিনি গত (১৮
এপ্রিল) উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আ’লীগ নেতা সন্তোষ কুমার রিমান্ডে
রাজধানীর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিককে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম কাউসার পারভীন শুক্রবার তার রিমান্ডের আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই আজিজুল হক সুমন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে তার দুই দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ৬ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
সেদিন সকাল ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও চলছিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনুসারীদের ওই মিছিল থেকে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিসাধনের চেষ্টা এবং ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে সেদিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
রাজধানীতে পৃথক অভিযানে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার, (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকা থেকে আবেদ আলী শেখকে এবং রাত ৯টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর বনানী এলাকায় অভিযানে জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেপ্তার জাকির সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছেন। এছাড়া তিনি ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি।
তিনি আরও বলেন, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযানে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একইদিন রাজধানীতে অভিযানে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক টিম। তিনি গত (১৮
এপ্রিল) উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আ’লীগ নেতা সন্তোষ কুমার রিমান্ডে
রাজধানীর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিককে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম কাউসার পারভীন শুক্রবার তার রিমান্ডের আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই আজিজুল হক সুমন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে তার দুই দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ৬ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
সেদিন সকাল ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও চলছিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনুসারীদের ওই মিছিল থেকে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিসাধনের চেষ্টা এবং ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে সেদিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।