রাজধানীর খিলগাঁও এলাকা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগে আবু হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার স্কুলছাত্রীর বাবা মেয়েকে অপহরণের অভিযোগে খিলগাঁও থানায় মামলা করেন। মামলায় বাসার নিরাপত্তাকর্মীকে তিনি আসামি করেন। মামলার অভিযোগে বলা হয়, মেয়েটি স্কুলে যাওয়া-আসার পথে নিরাপত্তাকর্মী উত্ত্যক্ত করতেন। বাড়ির মালিককে বিষয়টি জানানো হলে তিনি নিরাপত্তাকর্মীকে চাকরি থেকে বহিষ্কার করেন। এরপরও নিরাপত্তাকর্মী মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। গত বুধবার বিকেলে মেয়েটি বাসার সামনের দোকানে গেলে সেখান থেকে তাকে অপহরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক মাহাদী হাসান বলেন, আবু হোসেনকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শনিবার (২৬/ ০৪/ ২০২৫) তার রিমান্ডের প্রথম দিন। উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগে আবু হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার স্কুলছাত্রীর বাবা মেয়েকে অপহরণের অভিযোগে খিলগাঁও থানায় মামলা করেন। মামলায় বাসার নিরাপত্তাকর্মীকে তিনি আসামি করেন। মামলার অভিযোগে বলা হয়, মেয়েটি স্কুলে যাওয়া-আসার পথে নিরাপত্তাকর্মী উত্ত্যক্ত করতেন। বাড়ির মালিককে বিষয়টি জানানো হলে তিনি নিরাপত্তাকর্মীকে চাকরি থেকে বহিষ্কার করেন। এরপরও নিরাপত্তাকর্মী মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। গত বুধবার বিকেলে মেয়েটি বাসার সামনের দোকানে গেলে সেখান থেকে তাকে অপহরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক মাহাদী হাসান বলেন, আবু হোসেনকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শনিবার (২৬/ ০৪/ ২০২৫) তার রিমান্ডের প্রথম দিন। উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।