২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে ৪৯ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য আগামী ৪ মে কার্যতালিকায় আসবে।
আজ রোববার শুনানির জন্য আবেদনটি কার্যতালিকায় থাকলেও আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি হয়নি। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ আগামী রোববার শুনানির তারিখ ঠিক করেছে।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, হাইকোর্টে রায়দানকারী বিচারপতি একেএম আসাদুজ্জামান আপিল বেঞ্চে থাকায় নিয়ম অনুযায়ী আপিল শুনানি হয়নি। কারণ, একই বিচারপতি একই মামলার আপিলে যুক্ত থাকতে পারেন না। এজন্য বেঞ্চ পুনর্গঠন করা হবে।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে ৪৯ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য আগামী ৪ মে কার্যতালিকায় আসবে।
আজ রোববার শুনানির জন্য আবেদনটি কার্যতালিকায় থাকলেও আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি হয়নি। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ আগামী রোববার শুনানির তারিখ ঠিক করেছে।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, হাইকোর্টে রায়দানকারী বিচারপতি একেএম আসাদুজ্জামান আপিল বেঞ্চে থাকায় নিয়ম অনুযায়ী আপিল শুনানি হয়নি। কারণ, একই বিচারপতি একই মামলার আপিলে যুক্ত থাকতে পারেন না। এজন্য বেঞ্চ পুনর্গঠন করা হবে।