সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ২৭ এপ্রিল ২০২৫

দক্ষিণাঞ্চলের গ্রিড বিপর্যয়ে আট সদস্যের তদন্ত কমিটি গঠন

image

দক্ষিণাঞ্চলের গ্রিড বিপর্যয়ে আট সদস্যের তদন্ত কমিটি গঠন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের দক্ষিণাঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান ও বিস্তারিত সুপারিশ প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে।

রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বিষয়টি জানান।

শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২২ মিনিট পর্যন্ত খুলনা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিকভাবে ধারণা করছে, গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি গ্রিড লাইনের কোনো স্থানে দুটি তার মিলে গিয়ে এ ঘটনা ঘটেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে।

কমিটির সদস্যরা হলেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. এহসান, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ, পিডিবির সদস্য মো. শহীদুল ইসলাম, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. আব্দুল মজিদ, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান, পিজিসিবির প্রধান প্রকৌশলী (ট্রান্সমিশন-১) মোহাম্মদ ফয়জুল কবির এবং বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাজহারুল ইসলাম।

কমিটিকে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে করণীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি সদস্য সংখ্যা বাড়াতে পারবে।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, বরিশাল বিভাগ সম্পূর্ণ এবং খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কুষ্টিয়া, ঝিনাইদহ, ভেড়ামারা এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিল।

পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, গোপালগঞ্জ-আমিনবাজার লাইনে তার একত্রিত হওয়ার কারণে শর্ট সার্কিট হয়ে লাইন ট্রিপ করে এবং সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রগুলো ওভারলোড হয়ে বন্ধ হয়ে যায়।

তিনি জানান, আধাঘন্টার মধ্যে লাইন মেরামত করা সম্ভব হলেও বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করতে কিছুটা সময় লেগেছে।

‘জাতীয়’ : আরও খবর

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ