দেশের সকল বিমান ঘাঁটি,বিভিন্ন স্টেশন ও ইউনিটে ‘ বিজয়-২০২৫’ শীর্ষক বিমান যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার অংশ হিসাবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করছে। যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ,শত্রুবিমান শনাক্তকরণ,আকাশ থেকে শত্রুকবলিত স্থান পর্যবেক্ষণ,রসদ সরবরাহ,সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন,অনুসন্ধান ও উদ্ধারসহ সকল ধরনের অপারেশন পরিচালনা করছেন বিমান সেনারা।
মহড়ায় বার্ষিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল রোবব্রা এয়ার কমান্ড অপারেশন সেণ্টার ,এয়ার ডিফেন্স অপারেশন সেণ্টার,বিমান ঘাঁটি বাশার,বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার,বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক ও বিমান বাহিনীর ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান-এ বিমান মহড়া এবং অন্যান্য অপারেশনাল ও মেইনটেন্যান্স কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।
বিমান বাহিনীর প্রধান ঘাঁটিসহ সিলেট ,লালমনিরহাট ,শমসের নগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুদারামে অবস্থিত বিভিন্ন স্টেশন ও ইউনিট সমুহে ‘বিজয় ২০২৫’ মহড়া গত ২৩ এপ্রিল শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান,পরিবহন বিমান, হেলিকপ্টার ইউনিট, র্যাডার ইউনিট, মিসাইল ইউনিট অংশ গ্রহণ করছে। এই মহড়ায় বিমান বাহিনীর বিভিন্ন র্যাডারের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণ চিহ্নিত করে নিজ বাহিনীর যুদ্ধ বিমান ও মিসাইল ইউনিটের সহায়তায় সে আক্রমণ প্রতিহত করার কৌশল অনুশীলন করা হচ্ছে।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
দেশের সকল বিমান ঘাঁটি,বিভিন্ন স্টেশন ও ইউনিটে ‘ বিজয়-২০২৫’ শীর্ষক বিমান যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার অংশ হিসাবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করছে। যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ,শত্রুবিমান শনাক্তকরণ,আকাশ থেকে শত্রুকবলিত স্থান পর্যবেক্ষণ,রসদ সরবরাহ,সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন,অনুসন্ধান ও উদ্ধারসহ সকল ধরনের অপারেশন পরিচালনা করছেন বিমান সেনারা।
মহড়ায় বার্ষিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল রোবব্রা এয়ার কমান্ড অপারেশন সেণ্টার ,এয়ার ডিফেন্স অপারেশন সেণ্টার,বিমান ঘাঁটি বাশার,বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার,বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক ও বিমান বাহিনীর ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান-এ বিমান মহড়া এবং অন্যান্য অপারেশনাল ও মেইনটেন্যান্স কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।
বিমান বাহিনীর প্রধান ঘাঁটিসহ সিলেট ,লালমনিরহাট ,শমসের নগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুদারামে অবস্থিত বিভিন্ন স্টেশন ও ইউনিট সমুহে ‘বিজয় ২০২৫’ মহড়া গত ২৩ এপ্রিল শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান,পরিবহন বিমান, হেলিকপ্টার ইউনিট, র্যাডার ইউনিট, মিসাইল ইউনিট অংশ গ্রহণ করছে। এই মহড়ায় বিমান বাহিনীর বিভিন্ন র্যাডারের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণ চিহ্নিত করে নিজ বাহিনীর যুদ্ধ বিমান ও মিসাইল ইউনিটের সহায়তায় সে আক্রমণ প্রতিহত করার কৌশল অনুশীলন করা হচ্ছে।