দায়িত্ব বহির্ভূত কার্যক্রম,সিলেটের ডিসিকে কারণ দর্শানোর নির্দেশ আদালতের

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেট নগরীর ইসলাপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দায়িত্ব বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত। গত ২৪ এপ্রিল সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, পদাধিকার বলে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত একটি মামলা দায়ের করেন। স্বত্ত্ব মোকদ্দমা নম্বর ৭৯। আর্জিতে বলা হয়, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক সমিতির সভাপতির নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতির পরিচালনা, তহবিল কিংবা স্থাপর-অস্থাবর সম্পত্তির বিষয়ে সমিতির সভাপতি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সমিতির অ্যাকাউন্ট সভাপতির স্বাক্ষরে পরিচালিত হবে মর্মে ব্যাংকে চিঠি পাঠান বলেও অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, এটা আমাদের সংবিধানে নাই। সংবিধানে যেহেতু বলে না, সেহেতু এটা বৈধ না। সংবিধানে অ্যাডহক কমিটির কোনো অপশন নাই। তবে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সম্পতি গণমাধ্যমকে বলেন, অনুমোদিত কোনো গঠনতন্ত্র এখানে নাই। আমরা গঠনতন্ত্র সঠিকভাবে করার জন্য একটা কমিটি গঠন করছি, আর একটা অ্যাডহক কমিটি করছি যাতে এটি ঠিকমতো চলে।

১৯৬৪ সালে সিলেটের ইসলামপুরে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়। সমাজ সেবামূলক এই সমিতির অধীনে জালালাবাদ চক্ষু হাসপাতাল পরিচালিত হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ঐতিহ্য সুরক্ষায় জাতীয় কর্মপরিকল্পনা তুলে ধরলো ইউনেস্কো

» বাংলাদেশের জলসীমা থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

» বায়দূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে প্রায় ১০ লাখ মানুষের অকাল মৃত্যু: বিশ্বব্যাংক

» নির্বাচন: দেশের সব ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

» কলকাতা বইমেলায় এবারও থাকছে না বাংলাদেশ

» বিদায় সংবর্ধনায় প্রধান বিচারপতি: জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব করেনি, শুদ্ধ করার প্রস্তাব করেছিল

» বাংলা একাডেমি পুরস্কার পেলেন ৯ জন

» নির্বাচন: পাবনার দুটি আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়

» ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তারকৃত দুইজন রিমান্ডে

» নির্বাচন: বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির

» ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪০

সম্প্রতি