রাজধানীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট। একই সঙ্গে বিজ্ঞপ্তিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী লিটন আহমেদ, তাকে সহায়তা করেন জহিরুল ইসলাম।
আবেদনকারী পক্ষের আরেক আইনজীবী খুররাম শাহ মুরাদ সাংবাদিকদের জানান, মেরাদিয়ায় পশুর হাট বসানোর জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে, তা অনুপযুক্ত। তিনি বলেন, "এখানে হাট বসানোর মতো পর্যাপ্ত খালি জায়গা নেই। বরং হাট বসানোর কারণে আবাসিক এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ঈদের সময় বাসা-বাড়ির গেটের সামনে পশু বিক্রি হয়, রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে।"
তিনি আরও বলেন, পশুর হাট বসালে জরুরি প্রয়োজনে কোনো বাসিন্দা অসুস্থ হলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, যা গুরুতর সমস্যা তৈরি করে। এসব কারণ বিবেচনায় আদালত তিন মাসের জন্য ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন।
কোরবানির ঈদ সামনে রেখে গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীতে ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ‘লিগ্যাল লাইটস’ সংগঠনের সহায়তায় স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার হাই কোর্টে রিট করেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
রাজধানীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট। একই সঙ্গে বিজ্ঞপ্তিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী লিটন আহমেদ, তাকে সহায়তা করেন জহিরুল ইসলাম।
আবেদনকারী পক্ষের আরেক আইনজীবী খুররাম শাহ মুরাদ সাংবাদিকদের জানান, মেরাদিয়ায় পশুর হাট বসানোর জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে, তা অনুপযুক্ত। তিনি বলেন, "এখানে হাট বসানোর মতো পর্যাপ্ত খালি জায়গা নেই। বরং হাট বসানোর কারণে আবাসিক এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ঈদের সময় বাসা-বাড়ির গেটের সামনে পশু বিক্রি হয়, রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে।"
তিনি আরও বলেন, পশুর হাট বসালে জরুরি প্রয়োজনে কোনো বাসিন্দা অসুস্থ হলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, যা গুরুতর সমস্যা তৈরি করে। এসব কারণ বিবেচনায় আদালত তিন মাসের জন্য ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন।
কোরবানির ঈদ সামনে রেখে গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীতে ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ‘লিগ্যাল লাইটস’ সংগঠনের সহায়তায় স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার হাই কোর্টে রিট করেন।