ফের লম্বা ছুটিতে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান কোরবানির ঈদ ও গ্রীষ্মের ছুটি মিলিয়ে জুনের প্রথম ভাগের প্রায় পুরো সময়ই বন্ধ থাকবে।
গত রোজা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে প্রায় এক মাস বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর এপ্রিলের প্রথম দিকে শিক্ষা কার্যক্রমে ফেরে প্রতিষ্ঠানগুলো। কিন্তু স্কুল-কলেজ খোলার পরপরই শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এতে পাঠদানে বিঘ্ন ঘটে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
প্রাইমারি স্কুল ছুটি ৩ জুন থেকে:
গত ৩০ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি কিছুটা ভিন্ন হবে। এসব বিদ্যালয়ে আগামী ৩ জুন থেকে ছুটি শুরু হবে। ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত।
১ জুন থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকে ছুটি:
২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুসারে, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে। এ ছুটি একটানা ১৯ জুন পর্যন্ত চলবে।
৩ থেকে ১২ জুন কলেজ বন্ধ:
চলতি শিক্ষাবর্ষের কলেজের শিক্ষাপঞ্জি অনুসারে, সারাদেশের সরকারি ও বেসরকারি কলেজের ক্ষেত্রে ঈদুল আজহার ছুটি কিছুটা কম হবে। আগামী ৩ জুন শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে কলেজের ছুটি। সে হিসাবে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কলেজের ছুটি থাকছে আট দিন।
মাদ্রাসায় ছুটি ৩ জুন থেকে:
৩০ ডিসেম্বর জারি করা মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুসারে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত। এই ১৪ দিন সরকারি ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধ থাকবে।
১ জুন কারিগরিতে ছুটি শুরু:
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাপঞ্জি অনুসারে, ১ জুন থেকে ১৯ জুন
এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ৩ থেকে ১৯ জুন পর্যন্ত ছুটি থাকবে এইচএসসি ভোকেশনাল, বিএম ও বিএমটি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
ছুটির আগে দুই শনিবার খোলা:
ছুটি শুরুর আগে আগামী ১৭ ও ২৪ মে দুই শনিবার সব সরকারি, বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ দুই দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়েছে।
সোমবার, ১২ মে ২০২৫
ফের লম্বা ছুটিতে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান কোরবানির ঈদ ও গ্রীষ্মের ছুটি মিলিয়ে জুনের প্রথম ভাগের প্রায় পুরো সময়ই বন্ধ থাকবে।
গত রোজা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে প্রায় এক মাস বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর এপ্রিলের প্রথম দিকে শিক্ষা কার্যক্রমে ফেরে প্রতিষ্ঠানগুলো। কিন্তু স্কুল-কলেজ খোলার পরপরই শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এতে পাঠদানে বিঘ্ন ঘটে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
প্রাইমারি স্কুল ছুটি ৩ জুন থেকে:
গত ৩০ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি কিছুটা ভিন্ন হবে। এসব বিদ্যালয়ে আগামী ৩ জুন থেকে ছুটি শুরু হবে। ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত।
১ জুন থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকে ছুটি:
২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুসারে, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে। এ ছুটি একটানা ১৯ জুন পর্যন্ত চলবে।
৩ থেকে ১২ জুন কলেজ বন্ধ:
চলতি শিক্ষাবর্ষের কলেজের শিক্ষাপঞ্জি অনুসারে, সারাদেশের সরকারি ও বেসরকারি কলেজের ক্ষেত্রে ঈদুল আজহার ছুটি কিছুটা কম হবে। আগামী ৩ জুন শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে কলেজের ছুটি। সে হিসাবে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কলেজের ছুটি থাকছে আট দিন।
মাদ্রাসায় ছুটি ৩ জুন থেকে:
৩০ ডিসেম্বর জারি করা মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুসারে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত। এই ১৪ দিন সরকারি ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধ থাকবে।
১ জুন কারিগরিতে ছুটি শুরু:
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাপঞ্জি অনুসারে, ১ জুন থেকে ১৯ জুন
এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ৩ থেকে ১৯ জুন পর্যন্ত ছুটি থাকবে এইচএসসি ভোকেশনাল, বিএম ও বিএমটি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
ছুটির আগে দুই শনিবার খোলা:
ছুটি শুরুর আগে আগামী ১৭ ও ২৪ মে দুই শনিবার সব সরকারি, বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ দুই দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়েছে।