উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ওই এলাকা, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও এগিয়ে যাওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এ ছাড়া আগামী ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ২৬ মে লঘুচাপটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৯ বা ৩০ মে তা ঘণীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
মে মাসকে সাধারণত ঘূর্ণিঝড়প্রবণ মাস হিসেবে ধরা হয়। গত বছরের এই মাসেই ‘রেমাল’ নামের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। ঘূর্ণিঝড়টি ২৬ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানে।
চলতি মাসের শেষ দিকে যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে, তা নিম্নচাপে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার দেওয়া নাম।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ওই এলাকা, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও এগিয়ে যাওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এ ছাড়া আগামী ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ২৬ মে লঘুচাপটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৯ বা ৩০ মে তা ঘণীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
মে মাসকে সাধারণত ঘূর্ণিঝড়প্রবণ মাস হিসেবে ধরা হয়। গত বছরের এই মাসেই ‘রেমাল’ নামের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। ঘূর্ণিঝড়টি ২৬ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানে।
চলতি মাসের শেষ দিকে যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে, তা নিম্নচাপে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার দেওয়া নাম।