কলকাতায় বাংলাদেশের উপ-হাই কমিশনে কোরবানি বন্ধের নির্দেশ দিয়ে বিতর্কের জন্ম দেওয়া কূটনীতিক শাবাব বিন আহমেদকে দ্রুত ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়, তাকে নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একইসঙ্গে কলকাতার উপ-হাই কমিশনার হিসেবে তার পূর্বের বদলির আদেশও বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শাবাব হেগের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (স্থানীয়) পদে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের ২১ নভেম্বর তাকে কলকাতায় উপ-হাই কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
কিন্তু কলকাতা মিশনে যোগদানের আগেই কোরবানি বন্ধে তার একটি নির্দেশনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এই নির্দেশনার পেছনে শাবাব যুক্তি দেন, স্বাগতিক দেশ ভারতের আস্থা অর্জন করাটা জরুরি, আর সেই লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদে আরও জানানো হয়, কলকাতা মিশনে কোরবানি একটি দীর্ঘদিনের রেওয়াজ। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সেখানে প্রতিবছর ৫ থেকে ৭টি গরু ও ছাগল কোরবানি দিয়ে তার মাংস স্থানীয় এতিমখানাসহ আশপাশের মুসলিমদের মাঝে বিতরণ করা হয়।
এই নির্দেশনার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় শাবাবের বদলির নতুন আদেশ জারি করে জানায়, “আপনাকে সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ-এ আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।”
অফিস আদেশে আরও বলা হয়, কলকাতায় উপ-হাই কমিশনার হিসেবে শাবাবের বদলির আদেশও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে বাতিল করা হয়েছে।
শুক্রবার, ২৩ মে ২০২৫
কলকাতায় বাংলাদেশের উপ-হাই কমিশনে কোরবানি বন্ধের নির্দেশ দিয়ে বিতর্কের জন্ম দেওয়া কূটনীতিক শাবাব বিন আহমেদকে দ্রুত ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়, তাকে নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একইসঙ্গে কলকাতার উপ-হাই কমিশনার হিসেবে তার পূর্বের বদলির আদেশও বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শাবাব হেগের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (স্থানীয়) পদে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের ২১ নভেম্বর তাকে কলকাতায় উপ-হাই কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
কিন্তু কলকাতা মিশনে যোগদানের আগেই কোরবানি বন্ধে তার একটি নির্দেশনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এই নির্দেশনার পেছনে শাবাব যুক্তি দেন, স্বাগতিক দেশ ভারতের আস্থা অর্জন করাটা জরুরি, আর সেই লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদে আরও জানানো হয়, কলকাতা মিশনে কোরবানি একটি দীর্ঘদিনের রেওয়াজ। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সেখানে প্রতিবছর ৫ থেকে ৭টি গরু ও ছাগল কোরবানি দিয়ে তার মাংস স্থানীয় এতিমখানাসহ আশপাশের মুসলিমদের মাঝে বিতরণ করা হয়।
এই নির্দেশনার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় শাবাবের বদলির নতুন আদেশ জারি করে জানায়, “আপনাকে সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ-এ আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।”
অফিস আদেশে আরও বলা হয়, কলকাতায় উপ-হাই কমিশনার হিসেবে শাবাবের বদলির আদেশও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে বাতিল করা হয়েছে।