মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবারের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে ঝলসে যায় ১১ জন। অনুষ্ঠানের শোভাবর্ধনের জন্য এসব বেলুন ফোলানো হচ্ছিল। কিন্তু একদলের টানাটানিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে -সংবাদ
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার,(০৫ আগস্ট ২০২৫) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।
দগ্ধরা জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এসময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক
বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেয়া হচ্ছিল। তখনই একদল সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশের অন্তত ১১ জন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া এভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, এদিন দুপুরে ‘৩৬ জুলাই উদ্যাপন অংশ হিসেবে আয়োজন করা হয় ‘ফ্যাসিস্টের পলায়ন উদ্যাপন’ কর্মসূচি। সেখানে হেলিকপ্টার আকৃতির অনেকগুলো গ্যাস বেলুন ওড়ানো হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সোয়া ২টার দিকে ‘স্বৈরাচারের পলায়নের’ প্রতীকী হেলিকপ্টার হিসেবে সবুজ রঙের বেলুন ওড়ানো হচ্ছিল। একগুচ্ছ বেলুন ওড়ানোর পর মুহূর্তেই সেটি বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায়। তখন স্টেজে গান থামিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। এরপরই ঘটনাস্থল থেকে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে নিতে দেখা যায়। এদের মধ্যে একজনের বাম হাতে পোড়া জখম দেখা গেছে। এই আগুন খুবই অল্প সময় স্থায়ী হয়। এ সময় উদ্যাপন মঞ্চ ও আশপাশে হইচই শুরু হয়ে যায়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবারের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে ঝলসে যায় ১১ জন। অনুষ্ঠানের শোভাবর্ধনের জন্য এসব বেলুন ফোলানো হচ্ছিল। কিন্তু একদলের টানাটানিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে -সংবাদ
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার,(০৫ আগস্ট ২০২৫) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।
দগ্ধরা জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এসময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক
বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেয়া হচ্ছিল। তখনই একদল সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশের অন্তত ১১ জন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া এভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, এদিন দুপুরে ‘৩৬ জুলাই উদ্যাপন অংশ হিসেবে আয়োজন করা হয় ‘ফ্যাসিস্টের পলায়ন উদ্যাপন’ কর্মসূচি। সেখানে হেলিকপ্টার আকৃতির অনেকগুলো গ্যাস বেলুন ওড়ানো হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সোয়া ২টার দিকে ‘স্বৈরাচারের পলায়নের’ প্রতীকী হেলিকপ্টার হিসেবে সবুজ রঙের বেলুন ওড়ানো হচ্ছিল। একগুচ্ছ বেলুন ওড়ানোর পর মুহূর্তেই সেটি বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায়। তখন স্টেজে গান থামিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। এরপরই ঘটনাস্থল থেকে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে নিতে দেখা যায়। এদের মধ্যে একজনের বাম হাতে পোড়া জখম দেখা গেছে। এই আগুন খুবই অল্প সময় স্থায়ী হয়। এ সময় উদ্যাপন মঞ্চ ও আশপাশে হইচই শুরু হয়ে যায়।