সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

কর্মসংস্থান ও পরিবর্তনের রাজনীতিই লক্ষ্য: তারেক রহমান

সরকার গঠনের সম্ভাবনা থাকায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কর্মসংস্থান ও পরিবর্তনের রাজনীতিই লক্ষ্য: তারেক রহমান

সরকার গঠনের সম্ভাবনা থাকায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়ন ও দেশের যুবশক্তির জন্য কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির আগামী দিনের রাজনীতির অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘স্লোগাননির্ভর রাজনীতির দিন শেষ হয়ে এসেছে এবং জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। আর এই আকাক্সক্ষা পূরণে বিএনপি শুধু প্রতিশ্রুতিতে নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়নে বিশ্বাসী।’

মঙ্গলবার,(১২ আগস্ট ২০২৫) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই যুব সমাবেশের আয়োজন করে।

তারেক রহমান তার বক্তব্যে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে সাহসের সঙ্গে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে জনগণের রায় পেলে বিএনপি মিলেমিশে দেশ পরিচালনা করবে।’ তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’

প্রযুক্তিনির্ভর যুব সমাজ গঠনে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশের জনসংখ্যাই হতে পারে সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।’ তিনি দেশের কর্মক্ষম জনসংখ্যাকে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই তরুণ ও যুবশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে তা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে।’ তিনি জানান, বিএনপি পুনরায় ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করার পরিকল্পনা নিয়েছে, যেখানে খেলাধুলার প্রসারেও গুরুত্ব দেয়া হবে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারে এমন সম্ভাবনা থাকায় দলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে।’ এ বিষয়ে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা বিএনপির অন্যতম দায়িত্ব, যাতে ভবিষ্যতে কেউ আওয়ামী লীগের মতো কারচুপির অভিযোগ তুলতে না পারে।’ কোটি বেকারের কর্মসংস্থান করতে না পারলে রাষ্ট্র টেকানো কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান