ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নবগঠিত কমিটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্বীকৃতি চেয়েছে।
৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিলের পরদিনই নবনির্বাচিত চার নেতার তালিকা ইসিতে জমা দেয় তারা। কমিটির অন্য দুই শীর্ষ নেতা হলেন সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা প্রসিডিউর মেনে কাউন্সিলের তথ্য ইসিকে জানিয়েছি। আমরা নিবন্ধিত ১২ নম্বর দলের (জাপা, প্রতীক লাঙ্গল) নিয়মিত কাউন্সিল করেছি।”
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বাদ দিয়ে বিদ্রোহী জ্যেষ্ঠ নেতারা ওই কাউন্সিলে আনিসুলকে চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করেন। তারা নিজেদেরকে দলের “মূলধারা” দাবি করে লাঙ্গল প্রতীক ব্যবহারের একক অধিকার দাবি করেছেন।
তবে চিঠিতে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, বর্তমানে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিই নিবন্ধিত দল এবং তাদের প্রতীক লাঙ্গল। অন্য কারো কাউন্সিল সরাসরি আমলে নেওয়ার সুযোগ নেই, তবে আবেদন এলে তা কমিশনে আলোচনা হবে।
জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে শামীম হায়দার এক সভায় বলেন, “মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে।”
উল্লেখ্য, গত ৭ জুলাই জি এম কাদের আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুসহ ১০ নেতাকে অব্যাহতি দেন। পরে আদালতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে কাদেরকে বাদ দিয়েই বিদ্রোহী নেতারা জাতীয় কাউন্সিল সম্পন্ন করেন।
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নবগঠিত কমিটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্বীকৃতি চেয়েছে।
৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিলের পরদিনই নবনির্বাচিত চার নেতার তালিকা ইসিতে জমা দেয় তারা। কমিটির অন্য দুই শীর্ষ নেতা হলেন সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা প্রসিডিউর মেনে কাউন্সিলের তথ্য ইসিকে জানিয়েছি। আমরা নিবন্ধিত ১২ নম্বর দলের (জাপা, প্রতীক লাঙ্গল) নিয়মিত কাউন্সিল করেছি।”
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বাদ দিয়ে বিদ্রোহী জ্যেষ্ঠ নেতারা ওই কাউন্সিলে আনিসুলকে চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করেন। তারা নিজেদেরকে দলের “মূলধারা” দাবি করে লাঙ্গল প্রতীক ব্যবহারের একক অধিকার দাবি করেছেন।
তবে চিঠিতে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, বর্তমানে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিই নিবন্ধিত দল এবং তাদের প্রতীক লাঙ্গল। অন্য কারো কাউন্সিল সরাসরি আমলে নেওয়ার সুযোগ নেই, তবে আবেদন এলে তা কমিশনে আলোচনা হবে।
জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে শামীম হায়দার এক সভায় বলেন, “মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে।”
উল্লেখ্য, গত ৭ জুলাই জি এম কাদের আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুসহ ১০ নেতাকে অব্যাহতি দেন। পরে আদালতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে কাদেরকে বাদ দিয়েই বিদ্রোহী নেতারা জাতীয় কাউন্সিল সম্পন্ন করেন।