সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ আগস্ট ২০২৫

গণতন্ত্র শক্তিশালী ও জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ: ইউনূস

image

গণতন্ত্র শক্তিশালী ও জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ: ইউনূস

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলানের সুলতান তুংকু মুহরিজ ইবনি আলমারহুম তুংকু মুনাওয়ির তাঁর হাতে সনদ তুলে দেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত বছর তরুণ প্রজন্ম সাহসিকতার সঙ্গে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যেখানে শত শত ছাত্র-যুবক উন্নত ভবিষ্যতের স্বপ্নে প্রাণ দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার আশা ও জাতীয় পরিচয়ে নতুন অর্থ যুক্ত করেছে। তাঁর সরকার ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।

সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে শক্তিশালী বাংলাদেশ গড়া হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, বড় স্বপ্ন দেখতে, সাহসিকতার সঙ্গে চিন্তা ও কাজ করতে হবে এবং কাউকে পেছনে ফেলে না রেখে এগিয়ে যেতে হবে।

প্রফেসর ইউনূস বলেন, সম্পদ কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়া বৈষম্য সৃষ্টি করে। দরকার এমন অর্থনীতি, যেখানে সম্পদ ন্যায্যভাবে বণ্টিত হবে এবং প্রত্যেকে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ক্ষুদ্রঋণ কর্মসূচি ও সামাজিক ব্যবসার মূল বিশ্বাস ছিল—দারিদ্র্য প্রতিভার অভাবে নয়, সুযোগের অভাবে তৈরি হয়।

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা ও উন্নতির যৌথ স্বপ্ন ভাগাভাগি করেছে। সেমিকন্ডাক্টর, হালাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও উদ্যোক্তা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদির ও ইউকেএম ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুফিয়ান জুসোহসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান