সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ আগস্ট ২০২৫

ধমক দিয়ে নির্বাচন থামানো যাবে না: বিএনপি

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ধমক দিয়ে নির্বাচন থামানো যাবে না: বিএনপি

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারের সঙ্গে সম্পৃক্ত একটি অংশ নির্বাচন না হতে দেয়ার বক্তব্যকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ বলে বক্তব্য দেন। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কোনো প্রকার হুমকি বা ধমক দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের অভিযাত্রা থামানো যাবে না।’ আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সরকারের সঙ্গে সম্পৃক্ত একটি অংশ ‘নির্বাচন হতে দেবো না’ বক্তব্যের মধ্যে আমরা স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই: জাহিদ

পিআর পদ্ধতির

জন্য দেশের মানুষ প্রস্তুত নয়, যারা এই দাবি করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন: রিজভী

বুধবার,(১৩ আগস্ট ২০২৫) রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এনসিপি নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জাহিদ বলেন, ‘যখন আমরা শুনতে পাই সরকারের একটি অংশ এখনও যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত আছেন, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ বলেন এটা না করলে নির্বাচন হতে দেবো না, ওটা না করলে হতে দেবো না। এমন বক্তব্যের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই।’ তিনি আরও বলেন, ‘যারা ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের কথা ভাবেন না। ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না, অতীতেও যায়নি। যারা বলেন দেশে নির্বাচন হতে দেবেন না, তাদের কথায় আমরা স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই।’ জাহিদ হোসেন এবং রুহুল কবির রিজভী উভয়েই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির তীব্র বিরোধিতা করেছেন। ডা. জাহিদ বলেন, ‘দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি। ভারত, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই পদ্ধতি চালু নেই।’ যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই পিআর পদ্ধতির কথা বলছে বলে মন্তব্য তার।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় এবং যারা এই দাবি করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন।’

চট্টগ্রামে সম্প্রতি এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে বলে দাবি তার। এই ঘটনার নিন্দা জানিয়ে রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, ‘ভাইরাল হওয়া ওই চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। তার ওপর কেউ হামলাও করেনি। নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এরপর তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।’

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানান বিএনপির সিনিয়র এই নেতা। তিনি বলেন, ‘মব ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে। এমন আইন করা হোক, যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেয়ার সাহস না পায়।’

’২৪-এর জুলাই আন্দোলন কোনো একক গোষ্ঠীর নয় বরং ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলন বলে অভিহিত করেন ডা. জাহিদ। বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানান রিজভী।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান