ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।
বুধবার,(১৩ আগস্ট ২০২৫) রাজধানীর বনানীর একটি হোটেলে ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের খবরে দেশ ও বিদেশের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের খবর দেশে-বিদেশে সব জায়গায় চলে গেছে। এর ফল আমরা এখানে দেখতে পাচ্ছি জাপান থেকে বড় প্রতিনিধিদল এসেছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশে।’
বিএনপির এই নীতিনির্ধারণী নেতার মতে, ‘বিনিয়োগই একমাত্র সমাধান। বিনিয়োগ ছাড়া অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতিকে ঋণ বা টাকা ছাপানোর নির্ভরতা থেকে বের করে এনে বিনিয়োগ নির্ভর করে তুলবে।’
দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশি ও বিদেশি বিনিয়োগ এবং মূলধন বাজারকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে হবে। পুঁজিবাজারে বিমানের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে উন্মুক্ত করার পাশাপাশি মিউনিসিপ্যাল ও করপোরেট বন্ড কার্যকর করতে হবে।’ উদ্যোক্তাদের জন্য পণ্য ব্র্যান্ডিং, প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন আমীর খসরু। তিনি বলেন, ‘এর মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করতে পারবে, যা বড় শহরগুলোর ওপর চাপ কমাবে এবং একটি সৃজনশীল অর্থনীতি গড়ে উঠবে।’
‘বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা’ শীর্ষক এই সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন, কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্ট এলএলসির ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে এবং এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টস লিমিটেডের ফান্ড ম্যানেজার রুচির দেশাই।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।
বুধবার,(১৩ আগস্ট ২০২৫) রাজধানীর বনানীর একটি হোটেলে ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের খবরে দেশ ও বিদেশের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের খবর দেশে-বিদেশে সব জায়গায় চলে গেছে। এর ফল আমরা এখানে দেখতে পাচ্ছি জাপান থেকে বড় প্রতিনিধিদল এসেছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশে।’
বিএনপির এই নীতিনির্ধারণী নেতার মতে, ‘বিনিয়োগই একমাত্র সমাধান। বিনিয়োগ ছাড়া অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতিকে ঋণ বা টাকা ছাপানোর নির্ভরতা থেকে বের করে এনে বিনিয়োগ নির্ভর করে তুলবে।’
দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশি ও বিদেশি বিনিয়োগ এবং মূলধন বাজারকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে হবে। পুঁজিবাজারে বিমানের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে উন্মুক্ত করার পাশাপাশি মিউনিসিপ্যাল ও করপোরেট বন্ড কার্যকর করতে হবে।’ উদ্যোক্তাদের জন্য পণ্য ব্র্যান্ডিং, প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন আমীর খসরু। তিনি বলেন, ‘এর মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করতে পারবে, যা বড় শহরগুলোর ওপর চাপ কমাবে এবং একটি সৃজনশীল অর্থনীতি গড়ে উঠবে।’
‘বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা’ শীর্ষক এই সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন, কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্ট এলএলসির ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে এবং এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টস লিমিটেডের ফান্ড ম্যানেজার রুচির দেশাই।