নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হবে তা জানানো হয়নি।
একই ইস্যুতে এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারপ্রধান।
বৈঠক শেষে রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।’
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। উনি বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ‘ওয়ান অব দ্য বেস্ট’ ইলেকশন হবে।’’
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হবে তা জানানো হয়নি।
একই ইস্যুতে এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারপ্রধান।
বৈঠক শেষে রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।’
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। উনি বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ‘ওয়ান অব দ্য বেস্ট’ ইলেকশন হবে।’’