ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এবং জরুরি অবস্থা জারির যে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে, তা ‘স্রেফ গুজব’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ সরকার
গণপরিষদ নির্বাচন এনসিপির দলীয় বক্তব্য
আইন উপদেষ্টা বলেন, ‘আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই। দুয়েকটা পত্রিকায় দেখেছি। বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। এখন পর্যন্ত অবশ্যই গুজব।’
জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই। সেনাপ্রধান মাঝে মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করেছেন। আমি মনে করি না যে, এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে।’
আইন উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশনকে সে অনুযায়ী ইনস্ট্রাকশন দেয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী কাজ করছেন। যত রাষ্ট্রীয় কর্মকা- আছে, সেটা এই সময়কে সামনে রেখেই পরিচালিত হচ্ছে। কোনো অবস্থাতেই এ সময় থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। তার আগে দলগুলোর মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা রয়েছে। আশা করি সেটা অচিরেই দূর হয়ে যাবে।’
গণপরিষদ নির্বাচনের যে দাবি একটি দল তুলেছে, সে বিষয়ে প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এটা এনসিপির দলীয় বক্তব্য। একটি দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু
নেই। আমি সরকারের বক্তব্য বললাম।’
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে বিভিন্ন সময় অবনতি হয়েছে, আবার উন্নতি হয়েছে। একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকম অস্থিরতা থাকে। এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে অবনতি ঘটে। এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। এমন পরিস্থিতি আগেও মোকাবিলা করেছি। আবার ভালো হয়ে যাবে।’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এবং জরুরি অবস্থা জারির যে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে, তা ‘স্রেফ গুজব’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ সরকার
গণপরিষদ নির্বাচন এনসিপির দলীয় বক্তব্য
আইন উপদেষ্টা বলেন, ‘আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই। দুয়েকটা পত্রিকায় দেখেছি। বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। এখন পর্যন্ত অবশ্যই গুজব।’
জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই। সেনাপ্রধান মাঝে মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করেছেন। আমি মনে করি না যে, এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে।’
আইন উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশনকে সে অনুযায়ী ইনস্ট্রাকশন দেয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী কাজ করছেন। যত রাষ্ট্রীয় কর্মকা- আছে, সেটা এই সময়কে সামনে রেখেই পরিচালিত হচ্ছে। কোনো অবস্থাতেই এ সময় থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। তার আগে দলগুলোর মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা রয়েছে। আশা করি সেটা অচিরেই দূর হয়ে যাবে।’
গণপরিষদ নির্বাচনের যে দাবি একটি দল তুলেছে, সে বিষয়ে প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এটা এনসিপির দলীয় বক্তব্য। একটি দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু
নেই। আমি সরকারের বক্তব্য বললাম।’
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে বিভিন্ন সময় অবনতি হয়েছে, আবার উন্নতি হয়েছে। একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকম অস্থিরতা থাকে। এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে অবনতি ঘটে। এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। এমন পরিস্থিতি আগেও মোকাবিলা করেছি। আবার ভালো হয়ে যাবে।’