ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রায় ১০ লাখ ৮৯ হাজার কর্মকর্তাকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নামের তালিকা তৈরি করে ইসি সচিবালয়কে পাঠাতে হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে এ তালিকা করা হবে।
গত দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন। এবার সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। নারী ভোটকেন্দ্রে নারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কমিশন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, বিতর্কিত বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কেউ প্যানেলে থাকতে পারবেন না। সততা, দক্ষতা, সাহস, নিরপেক্ষতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও কর্মদক্ষতাকে বিবেচনায় রেখে নাম প্রস্তাব করতে হবে।
আগামী ডিসেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। আর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ইসি।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রায় ১০ লাখ ৮৯ হাজার কর্মকর্তাকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নামের তালিকা তৈরি করে ইসি সচিবালয়কে পাঠাতে হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে এ তালিকা করা হবে।
গত দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন। এবার সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। নারী ভোটকেন্দ্রে নারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কমিশন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, বিতর্কিত বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কেউ প্যানেলে থাকতে পারবেন না। সততা, দক্ষতা, সাহস, নিরপেক্ষতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও কর্মদক্ষতাকে বিবেচনায় রেখে নাম প্রস্তাব করতে হবে।
আগামী ডিসেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। আর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ইসি।