যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনা ঘটেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী অন্য আরও পাঁচজন রাজনীতিকের মত আখতারও।
বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হওয়ার সময় ডিম ছোঁড়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগের বিক্ষোভের সময় সেখান থেকে একজন ডিম ছুঁড়ে মারেন।
তখন আখতারের সঙ্গে ছিলেন তার সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। সেখানে তারা বিক্ষোভ করেন ।
প্রত্যক্ষদর্শী বলছেন, পরপর দুটি ডিম ছোড়া হয়। এনসিপি নেতা আখতার হোসেনের পিঠে ডিমগুলো লাগে। তিনি হেঁটে তাদের জন্য নির্ধারিত গাড়ির কাছে চলে যান। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। এ সময় নিউইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা নিউইয়র্কে পৌঁছেন সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায়।
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনীতিক রয়েছেন। অন্যরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। আর জামায়াতের নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের পূর্ব ঘোষিত ইউনূস-বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেএফকে বিমানবন্দরের সামনে। সেখানে বেশকিছু লোককে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
স্থানীয় সময় দুপুর থেকেই জন এফ কেনেডি বিমানবন্দরের সামনে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকেরা সমবেত হয়েছিলেন। তারা স্লোগান ও পাল্টা স্লোগান দিচ্ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে। সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন।
বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ম্যানহাটনে সংস্থাটির সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার সকাল দশটায় প্রথম বৈঠক হয় জাতিসংঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে।
২৬ সেপ্টেম্বর সকালের পর্বে শেষ বক্তা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণ দেয়ার কথা রয়েছে।
আর ওইদিন সেখানকার আওয়ামী লীগ সকালে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে।
প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর প্রতিদিন অবস্থান নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত বিক্ষোভের কথা জানিয়েছে আওয়ামী লীগ। আর ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সম্বর্ধনা স্থল ম্যারিয়ট মারকুইসের সামনে সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনা ঘটেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী অন্য আরও পাঁচজন রাজনীতিকের মত আখতারও।
বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হওয়ার সময় ডিম ছোঁড়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগের বিক্ষোভের সময় সেখান থেকে একজন ডিম ছুঁড়ে মারেন।
তখন আখতারের সঙ্গে ছিলেন তার সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। সেখানে তারা বিক্ষোভ করেন ।
প্রত্যক্ষদর্শী বলছেন, পরপর দুটি ডিম ছোড়া হয়। এনসিপি নেতা আখতার হোসেনের পিঠে ডিমগুলো লাগে। তিনি হেঁটে তাদের জন্য নির্ধারিত গাড়ির কাছে চলে যান। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। এ সময় নিউইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা নিউইয়র্কে পৌঁছেন সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায়।
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনীতিক রয়েছেন। অন্যরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। আর জামায়াতের নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের পূর্ব ঘোষিত ইউনূস-বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেএফকে বিমানবন্দরের সামনে। সেখানে বেশকিছু লোককে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
স্থানীয় সময় দুপুর থেকেই জন এফ কেনেডি বিমানবন্দরের সামনে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকেরা সমবেত হয়েছিলেন। তারা স্লোগান ও পাল্টা স্লোগান দিচ্ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে। সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন।
বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ম্যানহাটনে সংস্থাটির সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার সকাল দশটায় প্রথম বৈঠক হয় জাতিসংঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে।
২৬ সেপ্টেম্বর সকালের পর্বে শেষ বক্তা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণ দেয়ার কথা রয়েছে।
আর ওইদিন সেখানকার আওয়ামী লীগ সকালে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে।
প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর প্রতিদিন অবস্থান নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত বিক্ষোভের কথা জানিয়েছে আওয়ামী লীগ। আর ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সম্বর্ধনা স্থল ম্যারিয়ট মারকুইসের সামনে সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।