সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে— এমন খবর ‘ভিত্তিহীন’ ও ‘সঠিক নয়’ বলে জানিয়েছে আবু ধাবিতে বাংলাদেশ দূতাবাস। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে, যেখানে তথ্যের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইট uaevisaonline.com। কিন্তু পর্যালোচনায় দেখা গেছে, ওয়েবসাইটটির নিবন্ধনকারী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট; তাদের দেওয়া দুবাইয়ের ঠিকানাটিও ভুয়া। এমনকি অতীতে ওই ওয়েবসাইটের মাধ্যমে অনেক কাস্টমার প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, আমিরাতের কোনো কর্তৃপক্ষ এ ধরনের ঘোষণা দেয়নি। ফলে ওয়েবসাইটে দেওয়া বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার তথ্যে কোনো ভিত্তি নেই।
ভিসা-সংক্রান্ত সংবেদনশীল খবর প্রকাশ বা শেয়ার করার আগে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ১০ থেকে ১২ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। ২০১২ সালের আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট বন্ধ থাকলেও ইনভেস্টর ভিসা ও ভিজিট ভিসার মাধ্যমে অনেকেই সেখানে অবস্থান নিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে— এমন খবর ‘ভিত্তিহীন’ ও ‘সঠিক নয়’ বলে জানিয়েছে আবু ধাবিতে বাংলাদেশ দূতাবাস। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে, যেখানে তথ্যের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইট uaevisaonline.com। কিন্তু পর্যালোচনায় দেখা গেছে, ওয়েবসাইটটির নিবন্ধনকারী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট; তাদের দেওয়া দুবাইয়ের ঠিকানাটিও ভুয়া। এমনকি অতীতে ওই ওয়েবসাইটের মাধ্যমে অনেক কাস্টমার প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, আমিরাতের কোনো কর্তৃপক্ষ এ ধরনের ঘোষণা দেয়নি। ফলে ওয়েবসাইটে দেওয়া বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার তথ্যে কোনো ভিত্তি নেই।
ভিসা-সংক্রান্ত সংবেদনশীল খবর প্রকাশ বা শেয়ার করার আগে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ১০ থেকে ১২ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। ২০১২ সালের আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট বন্ধ থাকলেও ইনভেস্টর ভিসা ও ভিজিট ভিসার মাধ্যমে অনেকেই সেখানে অবস্থান নিয়েছেন।