শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সচিবালয়ে সাপ্তাহিক আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করা হচ্ছে, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।”
অনেক জায়গায় ‘গুজব ছড়ানো হচ্ছে’ উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। একই সঙ্গে বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।” এই অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিন ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবারে ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।
দুর্গাপূজা উপলক্ষে ১ লাখ সশস্ত্রবাহিনী সদস্যর পাশাপাশি ৪৩০টি প্লাটুন বিজিবি, ৭০ হাজার পুলিশ, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন থাকছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, সারাদেশে ২ হাজার ৭৫৮টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে ২৪টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজাকে কেন্দ্র করে কোন ধরনের ঝুঁকি কাজ করছে না। এবার পূজা মণ্ডপ সংখ্যা যেরকম বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা সেভাবে বাড়ানো হয়েছে।”
কোর কমিটির বৈঠকে দুর্গাপূজা ছাড়াও খাগড়াছড়ির পরিস্থিতি এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার পর উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারির পরও খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে; মানুষের চলাচলও কম। সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। শহরজুড়ে টহলও চলছে। জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।
খাগড়াছড়ি ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, “আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যই আমার তথ্য। তবে এ বিষয়টি নিয়ে পার্বত্য বিষয়ক উপদেষ্টা সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেছেন।” এ সময় তিনি খাগড়াছড়ি ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদগুলোর শিরোনাম সাংবাদিকদের সামনে পড়ে শোনান।
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সচিবালয়ে সাপ্তাহিক আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করা হচ্ছে, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।”
অনেক জায়গায় ‘গুজব ছড়ানো হচ্ছে’ উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। একই সঙ্গে বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।” এই অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিন ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবারে ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।
দুর্গাপূজা উপলক্ষে ১ লাখ সশস্ত্রবাহিনী সদস্যর পাশাপাশি ৪৩০টি প্লাটুন বিজিবি, ৭০ হাজার পুলিশ, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন থাকছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, সারাদেশে ২ হাজার ৭৫৮টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে ২৪টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজাকে কেন্দ্র করে কোন ধরনের ঝুঁকি কাজ করছে না। এবার পূজা মণ্ডপ সংখ্যা যেরকম বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা সেভাবে বাড়ানো হয়েছে।”
কোর কমিটির বৈঠকে দুর্গাপূজা ছাড়াও খাগড়াছড়ির পরিস্থিতি এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার পর উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারির পরও খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে; মানুষের চলাচলও কম। সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। শহরজুড়ে টহলও চলছে। জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।
খাগড়াছড়ি ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, “আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যই আমার তথ্য। তবে এ বিষয়টি নিয়ে পার্বত্য বিষয়ক উপদেষ্টা সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেছেন।” এ সময় তিনি খাগড়াছড়ি ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদগুলোর শিরোনাম সাংবাদিকদের সামনে পড়ে শোনান।