ছবি: উইন্ডি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে দেশের আকাশে গভীর সঞ্চারণশীল মেঘমালা থাকায় আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বুধবার সকালে জানান, পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ছে। ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন দেশের সব কটি বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, “শুধু লঘুচাপের কারণেই এই বৃষ্টিপাত নয়, এর সঙ্গে আকাশে গভীর সঞ্চরণশীল মেঘমালাও যুক্ত আছে। এই দুই মিলিয়ে বৃষ্টি হচ্ছে।”
এ আবহাওয়াবিদ জানান, ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন নগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়।
ছবি: উইন্ডি
বুধবার, ০১ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে দেশের আকাশে গভীর সঞ্চারণশীল মেঘমালা থাকায় আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বুধবার সকালে জানান, পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ছে। ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন দেশের সব কটি বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, “শুধু লঘুচাপের কারণেই এই বৃষ্টিপাত নয়, এর সঙ্গে আকাশে গভীর সঞ্চরণশীল মেঘমালাও যুক্ত আছে। এই দুই মিলিয়ে বৃষ্টি হচ্ছে।”
এ আবহাওয়াবিদ জানান, ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন নগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়।