আগামী বছর যারা হজ করতে সৌদি আরবে যেতে চান, তাদের নিবন্ধনের সময় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ‘বিশেষ বিবেচনায়’ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
আদেশে আরও বলা হয়, “এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হল।”
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। সেই সময়সীমা বাড়ানো হয়েছে চার দিন।
সৌদি আরবের নির্ধারিত কোটা অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত কোটার অর্ধেকও নিবন্ধন করেননি।
বুধবার বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত সরকারি হিসাবে দেখা যায়, তখন পর্যন্ত সরকারিভাবে ৩ হাজার ৭৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৫১ হাজার ০৮১ জন হজ করার জন্য নিবন্ধন করেছেন।
বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
সরকারি ব্যবস্থাপনায় হজের জন্যও তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ–১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ–২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ–৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
এছাড়া ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যার খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে।
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
আগামী বছর যারা হজ করতে সৌদি আরবে যেতে চান, তাদের নিবন্ধনের সময় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ‘বিশেষ বিবেচনায়’ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
আদেশে আরও বলা হয়, “এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হল।”
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। সেই সময়সীমা বাড়ানো হয়েছে চার দিন।
সৌদি আরবের নির্ধারিত কোটা অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত কোটার অর্ধেকও নিবন্ধন করেননি।
বুধবার বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত সরকারি হিসাবে দেখা যায়, তখন পর্যন্ত সরকারিভাবে ৩ হাজার ৭৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৫১ হাজার ০৮১ জন হজ করার জন্য নিবন্ধন করেছেন।
বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
সরকারি ব্যবস্থাপনায় হজের জন্যও তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ–১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ–২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ–৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
এছাড়া ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যার খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে।