হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার সোমবার জানিয়েছেন, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিতে আরও চারজন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন— ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন, ঢাকা-১৯ এর ওয়্যারহাউজ পরিদর্শক মো. তোজাম্মেল হোসেন এবং ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
গত শনিবার দুপুরে বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি পুলিশ, আনসার, র্যাব, এপিবিএন, বিমান ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে রাত ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স— যারা শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে রয়েছে।
রোববার বিকেলে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, “শনিবার আগুন লাগার খবর পেয়ে আমরা ৩৭টি ইউনিট পাঠাই। অক্লান্ত পরিশ্রমের পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করা হয়।”
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দেশে পরপর বড় অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার একটি সাত সদস্যের ‘কোর কমিটি’ গঠন করেছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার সোমবার জানিয়েছেন, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিতে আরও চারজন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন— ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন, ঢাকা-১৯ এর ওয়্যারহাউজ পরিদর্শক মো. তোজাম্মেল হোসেন এবং ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
গত শনিবার দুপুরে বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি পুলিশ, আনসার, র্যাব, এপিবিএন, বিমান ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে রাত ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স— যারা শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে রয়েছে।
রোববার বিকেলে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, “শনিবার আগুন লাগার খবর পেয়ে আমরা ৩৭টি ইউনিট পাঠাই। অক্লান্ত পরিশ্রমের পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করা হয়।”
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দেশে পরপর বড় অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার একটি সাত সদস্যের ‘কোর কমিটি’ গঠন করেছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।