ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন, নির্বাচন কমিশন (ইসি) সে ব্যবস্থা করেছে। এছাড়া গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তারাও এবার ভোট দিতে পারবেন।
শুক্রবার, (৩১ অক্টোবর ২০২৫) দুপুর তিনটার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আনোয়ারুল ইসলাম এ কথাগুলো বলেন। ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি শুক্রবার, সকালে পটুয়াখালীতে আসেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সিওডিইসি ট্রেনিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় অংশ নেবেন তিনি।
মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে আমরা সারাদেশে যে সব প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন তাদের সঙ্গে মতবিনিময় করে আসছি। কারণ সারাদেশে একটা খারাপ পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে ভোট গ্রহণের দায়িত্বে থাকা লোকজনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব ও আশঙ্কা কাজ করছে। আমরা আশাবাদী, এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।’ তিনি আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ শেষ পর্যায়ে। ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের আসনবিন্যাস, সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালার কাজগুলো শেষ করেছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এই তিন বাহিনীর পাশাপাশিপুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংলাপ শেষ করেছি। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেটি আমাদের কাছে এখনও পৌঁছায়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে দেশের মানুষ অবশ্যই তা জানতে পারবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন, নির্বাচন কমিশন (ইসি) সে ব্যবস্থা করেছে। এছাড়া গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তারাও এবার ভোট দিতে পারবেন।
শুক্রবার, (৩১ অক্টোবর ২০২৫) দুপুর তিনটার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আনোয়ারুল ইসলাম এ কথাগুলো বলেন। ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি শুক্রবার, সকালে পটুয়াখালীতে আসেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সিওডিইসি ট্রেনিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় অংশ নেবেন তিনি।
মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে আমরা সারাদেশে যে সব প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন তাদের সঙ্গে মতবিনিময় করে আসছি। কারণ সারাদেশে একটা খারাপ পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে ভোট গ্রহণের দায়িত্বে থাকা লোকজনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব ও আশঙ্কা কাজ করছে। আমরা আশাবাদী, এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।’ তিনি আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ শেষ পর্যায়ে। ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের আসনবিন্যাস, সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালার কাজগুলো শেষ করেছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এই তিন বাহিনীর পাশাপাশিপুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংলাপ শেষ করেছি। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেটি আমাদের কাছে এখনও পৌঁছায়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে দেশের মানুষ অবশ্যই তা জানতে পারবে।’