ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচদিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সঙ্গে ‘টিকটক’ প্রতিনিধিদের বৈঠক
গণভোটের আভাস পাওয়ার পর কাজ এগিয়ে রাখা হচ্ছে: ইসির সিনিয়র সচিব
আগামী শনিবার শেরেবাংলা নগরে
‘মক ভোটিং’
আজ প্রথম প্রহর থেকে অর্থাৎ বুধবার, (২৬ নভেম্বর ২০২৫) রাত ১২টা ১ মিনিট থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে বিশ্বের প্রায় সব দেশের প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার, বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘২৭ নভেম্বর (আজ) ১২:০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত থাকবে।’
গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। পরের দিন থেকে নিবন্ধন শুরু হয়ে বুধবার, রাত পৌনে ৮টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৪১ হাজার ৫৮ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন।
পাঁচদিন ধরে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হলে গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হয়। ইসির এমন সিদ্ধান্তের ফলে অঞ্চলভিত্তিক ভাগ না করে প্রায় ১৫০ দেশে একসঙ্গে নিবন্ধনের সুযোগ পেলেন প্রবাসী বাংলাদেশিরা।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এখন থেকে প্রবাসী ভোটাররা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের সুবিধামতো সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ আগামী ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।’
তিনি বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে। ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি, এমন সমস্যা রয়েছে। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশোধনের চেষ্টা করা হবে। টেকনিক্যাল সহকর্মীরা এই সমস্যাগুলো অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সমাধান করবেন।’
মক ভোটিং
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘মক ভোটিং’ (ভোটের মহড়া)-এর আয়োজন করছে ইসি।
ইসি সচিব বলেন, ‘আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করবো। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র সংখ্যা সমন্বয় এবং ভোটকক্ষ বা জনবল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
গণভোটের প্রস্তুতি
গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে একসঙ্গে আয়োজন করতে গতকাল মঙ্গলবার অধ্যাদেশ জারি হয়েছে।
আখতার আহমেদ বলেন, ‘গণভোটের দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।’
ইসির সঙ্গে ‘টিকটক’
প্রতিনিধিদের বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের সঙ্গে বৈঠক করেন সামাজিকমাধ্যম ‘টিকটক’-এর একটি প্রতিনিধি দল। শর্ট ভিডিওর জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠক শেষে ফেরদৌস মোত্তাকিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে টিকটক প্ল্যাটফর্ম যেন কোনোভাবেই নির্বাচন-সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য, ‘মিসইনফরমেশন’ বা ‘ম্যানিপুলেশনের’ জন্য ব্যবহার না হয়। এ বিষয়ে আমাদের অবস্থান, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘টিকটকের নিজস্ব অনেক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেগুলো সারা বছরই ‘মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ইমপারসনেশনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর ‘কনটেন্ট’ ঠেকাতে কাজ করে। নির্বাচনের সময় আমরা অতিরিক্ত নজর দিই, যাতে সমন্বিতভাবে কোনো পক্ষ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা না করতে পারে।...আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন, মিডিয়া এবং প্ল্যাটফর্ম সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে আগামী নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ সুস্থ, নিরাপদ ও নির্ভরযোগ্য থাকে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচদিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সঙ্গে ‘টিকটক’ প্রতিনিধিদের বৈঠক
গণভোটের আভাস পাওয়ার পর কাজ এগিয়ে রাখা হচ্ছে: ইসির সিনিয়র সচিব
আগামী শনিবার শেরেবাংলা নগরে
‘মক ভোটিং’
আজ প্রথম প্রহর থেকে অর্থাৎ বুধবার, (২৬ নভেম্বর ২০২৫) রাত ১২টা ১ মিনিট থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে বিশ্বের প্রায় সব দেশের প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার, বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘২৭ নভেম্বর (আজ) ১২:০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত থাকবে।’
গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। পরের দিন থেকে নিবন্ধন শুরু হয়ে বুধবার, রাত পৌনে ৮টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৪১ হাজার ৫৮ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন।
পাঁচদিন ধরে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হলে গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হয়। ইসির এমন সিদ্ধান্তের ফলে অঞ্চলভিত্তিক ভাগ না করে প্রায় ১৫০ দেশে একসঙ্গে নিবন্ধনের সুযোগ পেলেন প্রবাসী বাংলাদেশিরা।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এখন থেকে প্রবাসী ভোটাররা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের সুবিধামতো সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ আগামী ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।’
তিনি বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে। ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি, এমন সমস্যা রয়েছে। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশোধনের চেষ্টা করা হবে। টেকনিক্যাল সহকর্মীরা এই সমস্যাগুলো অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সমাধান করবেন।’
মক ভোটিং
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘মক ভোটিং’ (ভোটের মহড়া)-এর আয়োজন করছে ইসি।
ইসি সচিব বলেন, ‘আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করবো। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র সংখ্যা সমন্বয় এবং ভোটকক্ষ বা জনবল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
গণভোটের প্রস্তুতি
গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে একসঙ্গে আয়োজন করতে গতকাল মঙ্গলবার অধ্যাদেশ জারি হয়েছে।
আখতার আহমেদ বলেন, ‘গণভোটের দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।’
ইসির সঙ্গে ‘টিকটক’
প্রতিনিধিদের বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের সঙ্গে বৈঠক করেন সামাজিকমাধ্যম ‘টিকটক’-এর একটি প্রতিনিধি দল। শর্ট ভিডিওর জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠক শেষে ফেরদৌস মোত্তাকিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে টিকটক প্ল্যাটফর্ম যেন কোনোভাবেই নির্বাচন-সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য, ‘মিসইনফরমেশন’ বা ‘ম্যানিপুলেশনের’ জন্য ব্যবহার না হয়। এ বিষয়ে আমাদের অবস্থান, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘টিকটকের নিজস্ব অনেক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেগুলো সারা বছরই ‘মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ইমপারসনেশনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর ‘কনটেন্ট’ ঠেকাতে কাজ করে। নির্বাচনের সময় আমরা অতিরিক্ত নজর দিই, যাতে সমন্বিতভাবে কোনো পক্ষ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা না করতে পারে।...আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন, মিডিয়া এবং প্ল্যাটফর্ম সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে আগামী নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ সুস্থ, নিরাপদ ও নির্ভরযোগ্য থাকে।’