প্রবাসী ভোটার নিবন্ধন ২,০১,৯৭৬ জন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি দেশে যে তিন শ্রেণীর ভোটার পোস্টাল ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে। এ তিন শ্রেণীর ভোটার হচ্ছেন- ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা। প্রবাসীদের মতো তারাও পোস্টাল ভোট বিডি অ্যাপে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন।
শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ি, ২ লাখ ১ হাজার ৯৭৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা ও নির্দেশনা অনুযায়ি আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, তফসিল
চলতি সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে সম্প্রতি জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নসির উদ্দিন। আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। ‘পরদিন গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে’- এমনটাই বলছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ, এবার তফসিল ঘোষণার পর ৬০ দিন সময় দিয়ে ভোট নিতে চায় কমিশন। সে হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে হলে, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল দিতে হবে।
প্রবাসী নিবন্ধনে বিশেষ সতর্কতা
আউট অব কান্ট্রি ভোটিং-সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসীদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে। কারণ, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে শনিবারের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি।
প্রবাসী যেসব সতর্কতা মানতে হবে: পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না। লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে। একাধিক প্রতীকে টিক চিহ্ন দেবেন না ভোট দিতে। এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে। প্রবাসে নিবন্ধন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার সুযোগ নেই। ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না। ভোট দেয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
প্রবাসী ভোটার নিবন্ধন ২,০১,৯৭৬ জন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি দেশে যে তিন শ্রেণীর ভোটার পোস্টাল ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে। এ তিন শ্রেণীর ভোটার হচ্ছেন- ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা। প্রবাসীদের মতো তারাও পোস্টাল ভোট বিডি অ্যাপে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন।
শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ি, ২ লাখ ১ হাজার ৯৭৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা ও নির্দেশনা অনুযায়ি আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, তফসিল
চলতি সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে সম্প্রতি জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নসির উদ্দিন। আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। ‘পরদিন গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে’- এমনটাই বলছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ, এবার তফসিল ঘোষণার পর ৬০ দিন সময় দিয়ে ভোট নিতে চায় কমিশন। সে হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে হলে, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল দিতে হবে।
প্রবাসী নিবন্ধনে বিশেষ সতর্কতা
আউট অব কান্ট্রি ভোটিং-সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসীদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে। কারণ, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে শনিবারের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি।
প্রবাসী যেসব সতর্কতা মানতে হবে: পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না। লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে। একাধিক প্রতীকে টিক চিহ্ন দেবেন না ভোট দিতে। এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে। প্রবাসে নিবন্ধন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার সুযোগ নেই। ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না। ভোট দেয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন।