সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেভাল সিরাজকে তার ভিন্ন মতের কারণে হত্যা করেছে। আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হচ্ছে বহু মতের দেশ ও বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে ও বহু মতকে ধারণ করবে। এ মতামতের কারণে কাউকে অনিশ্চয়তায় যেনো থাকতে না হয় ও কাউকে যেন হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।
গতকাল শনিবার দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করেন। যার যে মত হউক, যার যে দল হোক, সে নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা তাদের পিছনে দাঁড়াবো। কাউকে আপনারা সে সুযোগ দিবেন না, যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ ও বিকৃত করতে পারে এবং ভোট কেন্দ্র দখন করতে পারে। একটা সুন্দর নির্বাচন করলে, আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধন উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর দ্বিতীয় সন্তান মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এরআগে বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ। পরে অতিথিগণ সভা শেষে পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর নামে নামকরণের ফলক উন্মোচন করেন।