নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বিদ্যুৎ খাতের কিছু ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ‘একমাত্র বাধা’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণলায়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সোমবার,(০৮ ডিসেম্বর ২০২৫) ঢাকায় এক সম্মেলনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে নবায়নযোগ্য শক্তিতে যাওয়ার একমাত্র বাধা হলো বিদ্যুৎ খাতের কিছু ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা। তারপরও আমরা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যেতে চাই।’ তিনি বলেন, ‘যদি আজকে উপায় থাকতো, আমরা এলএনজি আমদানি সম্পূর্ণ বন্ধ করে দিতাম । আমাদের যদি উপায় থাকত, আমরা এসব কয়লাভিত্তিক কেন্দ্র বন্ধ করতাম। কিন্তু বিদ্যুৎ ও অন্যান্য শিল্পের গ্যাসে একটা চাহিদা আছে, সেটার জন্য আমরা বাধ্য হয়ে এটা করছি। তবে আমরা চাচ্ছি, একটা রূপান্তর হোক, যেন আমরা আমাদের এই জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারি।’
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা করা ছাড়া আমাদের উপায় নেই। বাধ্যবাধকতার জন্য এটি আমরা করছি। এমন না যে এটা আমাদের পছন্দের। অন্য উপায় থাকলে এলএনজি আমদানি করতাম না।’
জ্বালানি খাতের কিছু ব্যক্তি কেন নবায়নযোগ্য শক্তির বিকাশ চান না, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থাকলে তাদের সঙ্গে (সরকারি দপ্তরের কর্মকর্তা) যে একটা লেনদেনের সুবিধা আছে, সেটা আর থাকবে না। এর সঙ্গে যুক্ত হয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবসায়ী ও বিদ্যুৎ খাতের কর্মীরা। এ খাতের ব্যক্তিরা আলাপ-আলোচনা করে একটা লেনদেন করে, যেন একটি পুরাতন ব্যবস্থা বহাল থাকে। আপনারা জানেন- আগে কোনো রকম টেন্ডার না করেই কতগুলো প্রকল্প দেয়া হয়েছিল। এখন আমরা সেই প্রকল্পগুলোর নতুন করে দরপত্র দিয়েছি। ফলে বিদ্যুতের উৎপাদন খরচ প্রতি ইউনিটে ৯-১০ টাকায় চলে এসেছে।’
সৌর শক্তির উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকার করছাড় সুবিধা দিচ্ছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘একটি দুর্নীতিপূর্ণ ব্যবস্থা থেকে যখন দুর্নীতিমুক্ত ব্যবস্থায় আমরা যেতে যাই, তখন কিছু স্বাভাবিক বাধার মুখে পড়ি। তারপরও আমরা দুর্নীতিমুক্ত করবো এ খাত।’
নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা না করে এলএনজি আমদানি বন্ধ করে দিলে পুরো দেশ অন্ধকারে ঢেকে যাবে এবং শিল্প-কারখানার উৎপাদন ও রপ্তানি ব্যাহত হবে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা।