ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ২ লাখ ৫৯ হাজার ৩০১ জন প্রবাসী বাংলাদেশি। সোমবার,(০৮ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ২৫ মিনিটে সংশ্লিষ্ট ওয়েবসাইটের রিপোর্টে এ তথ্য দেখা গেছে।
এরমধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ৬৬ হাজার ৮৩৯ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার ১০২ জন, কাতার থেকে ১৭ হাজার ১৭৮ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫ হাজার ৮৩৬ জনের নিবন্ধনের তথ্য রয়েছে।
প্রবাসীদের পাশাপাশি দেশে যে তিন শ্রেণীর ভোটার পোস্টাল ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে। এই তিন শ্রেণীর ভোটারা হচ্ছেন- ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।
প্রবাসীদের মতো তারাও পোস্টাল ভোট বিডি অ্যাপে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা ও নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্যনুযায়ী, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।