প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সিইসির এই ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
গতকাল রোববারই নির্বাচন কমিশন জানিয়েছিল, সোমবার (সোমবার) বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হবে। সোমবার, (০৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর (আগামীকাল) সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুতি নিয়ে আসার জন্য চিঠি দেয়া হয়েছে।