রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: সাংবাদিকদের মুখোমুখি হলো না নাসির কমিশন
ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট কবে হবে, সেই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যাবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করবেন বলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন।
বুধবার,(১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড করে। এরপর ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামীকাল ( বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিলের পর কমবেশি ৬০ দিন সময় রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে। ভোট হতে পারে ৮-১২ ফেব্রুয়ারির যে কোনো দিন।
এদিকে বুধবার সিইসির নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় দেড় ঘণ্টা পর সিইসিসহ কমিশনের সদস্যরা বেরিয়ে আসেন। তবে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেননি।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছে কমিশন।
এ বিষয়ে এক কমিশনার সংবাদমাধ্যমকে বলেন, তফসিল ঘোষণা করা হবে। আদালতের আদেশ দেখে আলোচনা করে বাগেরহাটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার বঙ্গভবন থেকে নির্বাচন ভবনে ফিরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন সিইসি। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।’
ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: সাংবাদিকদের মুখোমুখি হলো না নাসির কমিশন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা এই সাক্ষাৎ।
রাষ্ট্রপতির সঙ্গে ইসির এ সাক্ষাৎকে সামনে রেখে বুধবার বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করলেও দুপুর ২টার দিকে তাদের এড়িয়ে বঙ্গভবন থেকে বের হয়ে যান সিইসিসহ কমিশনের সদস্যরা। এর আগে বেলা ১১টার দিকে কমিশনের পাঁচ সদস্য নিজেরা বৈঠকে বসেন। এরপর পৌনে ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওয়ানা দিয়ে সোয়া ১২টার পর তারা বঙ্গভবনে পৌঁছান।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করেন। বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের গেজেট ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত এলো। এর ফলে বাগেরহাটে চারটি আসনেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।
ইতোমধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সার্বিক অগ্রগতি তুলে ধরেছে ইসি। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বাকি চার সদস্য হলেন- নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। আর নির্বাচন কমিশন সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।