আগে যেখানে টেঁটা ছিল এখন আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে যৌথবাহিনীর ‘কম্বিং অপারেশন’ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার, (১০ ডিসেম্বর ২০২৫) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। আগে যেখানে টেঁটা ছিল এখন আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে।
‘তাই যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনী-পুলিশ-র্যাব মিলে কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’ গত বছর জুলাই অভ্যুত্থানের পর নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে তিনি বলেন, লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার হয়েছে এবং জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। উদ্ধার না হওয়া অস্ত্র এবং পলাতক আসামিদের ধরতে কাজ করা হচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বাহিনীর মনোবলও ‘চাঙ্গা হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করে হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি পুলিশের প্রশিক্ষণের মান বাড়ানোর কথাও বলেন তিনি।
ভোট উৎসবমুখর করার
সব প্রস্তুতি নেয়া হচ্ছে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেছেন,‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা। ভোটাররা যত স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সে সময় তাদেরকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে না।‘নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন হবে। এরপর সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ বুধবার বিকালে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতি বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। যদি স্বরাষ্ট উপদেষ্টার কোনো আত্মীয়-স্বজন বা তিনি নিজেও কোনো অনিয়ম করেন তা লেখার আহ্বান জানান। এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।